adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলার শেষ মিনিটে ওয়েলসকে কাঁদিয়ে ইরানের জয়

স্পোর্টস ডেস্ক: অনেক দুঃখ নিয়ে মাঠ ছাড়লো ওয়েলস সেনারা। প্রথমত দলের এক নম্বর গোলরক্ষকের লাল-কার্ড, দ্বিতীয়ত খেলা শেষ হওয়ার এক মিনিট আগে দুই গোল হজম করা। এ অবস্থায় একবুক হতাশা ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারেনি ইংল্যান্ডের দ্বীপদেশ ওয়েলস।

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হওয়া ইরান এদিন জয়ের জন্য মরিয়া হয়ে ছুটছিল। রেফারি যখন খেলা শেষের বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছেন, তখনই অঘনট ঘটালো ইরান। ওয়েলসের ডি-বক্সের বাইরে বল পেয়ে যান ইরানিয়ান ডিফেন্ডার রোজবেহ চেসমি। কিছু বুঝে উঠার আগেই আচমকা ওয়েলসের গোলমুখে সজোরে শট মারেন চেসমি। আর তাতে খেলার শেষ বাঁশি বাজার কিছু সময় আগে লিড পেয়ে যায় ইরান।

ওয়েলসের হারও তাতে নিশ্চিত হয়ে যায় প্রায়। স্টেডিয়ামে উপস্থিত ওয়েলস দর্শকদের মাথায় হাত। দুঃখ শেষ করে মাথা থেকে ওয়েলস দর্শকরা হাত নামাতে যাবেন, ঠিক সেই সময় আবারও আক্রমণ ইরানের। ইনজুরি সময়েই তিন মিনিটের ব্যবধানে ওয়েলসের জালে আবারও গোল করে বসেন ইরানের রামিন রেজাইন। যার ফলে আহমেদ বিন আলী স্টেডিয়ামে শেষ পর্যন্ত ২-০ গোল ব্যবধানের জয়ের হাসি হাসে ইরান। ফেভারিট হয়েও হার দেখে মাঠ ছাড়ে গ্যারেথ বেলের ওয়েলস।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া