adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়লানের মৃত্যুতে তোপের মুখে ইউরোপ নেতারা

ailanআন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক উপকূলে নৌকাডুবিতে আয়লান নামে এক শিশুর মৃত্যু পাল্টে দিয়েছে, পুরো প্রোপট।

এতদিন যাদেরকে দূর দূর কোরে তাড়ানোর পাঁয়তারায় ব্যস্ত ছিলো, ইউরোপের বিভিন্ন দেশের সরকার। শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ে এখন তারাই, বিবেকের দংশনে বিদ্ধ। আন্তর্জাতিক কিংবা নিজ দেশের গণমাধ্যমের তোপের মুখে পড়েছেন, ইউরোপের নেতারা।

সাগর তীরে পড়ে থাকা ছোট্ট আয়লানের এই নিথর দেহের ছবিই বলে দিচ্ছে, মানবিকতার বুলি আওড়ানো পশ্চিমা দেশগুলোর বাস্তব চরিত্র কেমন?

আয়লান কুর্দির মরদেহ এখন মর্গে। সাথে আছে তার ভাই গালিব কুর্দি আর মা রেহানের লাশও। মরদেহ নিতে মর্গে এসেছেন, পরিবারের কর্তা ৪০ বছর বয়সী আব্দুল্লাহ কুর্দি।

হতভাগ্য এই মানুষটি জানান, দুর্যোগপূর্ণ ভয়াবহ সেই রাতের কথা। যে রাতে তিনি হারান, তার পুরো পরিবার। আয়লান ৩ আর গালিব ছিলো, ৫ বছরের। আব্দুল্লাহ কুর্দি'র ভাষায়, "আমরা সাগরে যাত্রা শুরুর মাত্র ৪ মিনিটের মাথায় ক্যাপ্টেন দেখেন ঢেউগুলো বিশাল আকারের। সাথে সাথেই একটি বড় ঢেউ আমাদের নৌকাকে আঘাত করে। ক্যাপ্টেন সাঁতরে পালিয়ে যায়। আমাদের নৌকা উল্টে যায়। আমি আমার স্ত্রী আর সন্তানদের ধরে রেখে সাতরাতে শুরু করি। কিছুণ পর বুঝলাম তারা সবাই মারা গেছে।

আয়লানের এই ঘটনায় বিশ্বজুড়ে যেমন তোলপাড় শুরু হয়েছে, তেমনি শরণার্থী সমস্যার সমাধান না করায় সমালোচনার মুখে পড়ছেন, ইউরোপীয় নেতারা। বিষয়টি নিয়ে সাংবাদিকদের জেরার মুখে পড়েন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। 

বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীদের জন্য আমরা আরো বেশি কিছু করবো। সাগরে প্রাণ বাঁচাতে আমরা ব্রিটিশ নৌ বাহিনীকে ভূমধ্যসাগরে পাঠিয়েছি। জিডিপির দশমিক ৭ শতাংশ সহায়তা কাজে ব্যয় করছি। যার বেশিরভাগ যুদ্ধ-বিধ্বস্ত দেশেই যায়। আমরা নজর রাখছি। তবে এই সমস্যার আশু কোন সমাধান নেই। 

কানাডা প্রবাসী আয়লানের ফুপু এই প্রাণহাণির জন্য দায়ী করেন, দেশটির সরকারকে। অভিযোগ করেন, কানাডায় অভিবাসী আইন কঠোর হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা পাড়ি দিতে হয় তাদের।চ্যানেল২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া