adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফকরুল এখন গ্রামের বাড়িতে

full_1241325890_1442943444নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বিকেলে ইউএস বাংলার একটি বিমানে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে চলে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সঙ্গে স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। ওখানেই তিনি ঈদুল আযহা পালন করবেন। মাঝখানে ২০১৪ সালে বিএনপির শীর্ষ নেতা রাজধানী ঢাকাতেই উদযাপন করেছিলেন ঈদ।  

তবে আগের বছর ২০১৩ সালের ১১ অক্টোবর ট্রেনের কেবিনের টিকিট না পেয়ে সার্ভিস রুমে বসেই ঈদে বাড়ি ফিরেছিলেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল ওইদিন ইকবাল হাসান টুকুর সঙ্গে প্রথমে সিরাজগঞ্জ যান। এরপর সোজা চলে যান নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে। 

কেন নিজ গাড়িতে করে না গিয়ে ট্রেনে যাচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেছিলেন, 'টুকু ভাই সিরাজগঞ্জ যাচ্ছেন'। তাই ভাবলাম দু’জনে গল্প করতে করতেই যাওয়া যাবে। তাই ট্রেনে করেই যাচ্ছি।

গেল টানা ছয় মাস ১০দিন মির্জা ফখরুল কারাবন্দি থেকে অসুস্থ হয়ে পড়েন। গত ১৫ জুলাই উন্নত চিকিতসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিতসা নেন। 

এরপর ২৬ জুলাই চিকিতসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে মির্জা ফখরুল সিঙ্গাপুরে যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিতসা নেয়ার পর উন্নত চিকিতসার জন্য ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান। সেখানে নিউ ইয়র্কের কর্নেল হাসপাতালে চিকিতসা নেন। 

গত ২২ সেপ্টেম্বর রাত ১০টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মঙ্গলবার তিনি পরিবারসহ ঈদ উদযাপন করতে ঠাকুরগাঁও রওনা দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া