adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার মটরসাইকেল চলবে শুকরের চর্বিতে (ভিডিও)

৬vvvvআন্তর্জাতিক ডেস্ক : অবাক করার মতো হলেও সত্য, শুকরের চর্বি দিয়েই আপনার সাধের বাইকটি চালাতে পারবেন। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী শুকরের চর্বি যার আনুষ্ঠানিক নাম ‘ব্যাকন গ্রিজ’ এর মাধ্যমে বাইক চালানোর এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
দেশটির হারমেল ফুড কোম্পানি ও বায়োডিজেল ফার্মের যৌথ উদ্যোগে নতুন এই জ্বালানি সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবন করা হয়। প্রতিষ্ঠান দুটির দেয়া তথ্য অনুযায়ী, এক গ্যালন শুকরের চর্বিতে ৭৫ থেকে ১০০ মাইল পর্যন্ত মোটরসাইকেল চালানো সম্ভব। এক গ্যালন শুকরের চর্বির দাম পড়বে সাড়ে ৩ ডলার।
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে শুকরের চর্বি ব্যবহার করে বাইক চালানো শুরু হয়েছে। পরীক্ষামূলক ধাপ উৎরালে খুব শিগগিরই হয়তো বিশ্ববাজারেও পাওয়া যাবে পেট্রোলের এই বিকল্প জ্বালানি।

http://www.youtube.com/watch?v=B76cqm2HYgY

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া