adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৌরসচিবকে পুলিশে দিলেন সমাজকল্যাণমন্ত্রী

index_92661ডেস্ক রিপোর্ট : শোক দিবসে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন না করায় পৌরসচিব সৈয়দ আবুজর গিফারীকে পুলিশে দিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।
এদিকে আটক সচিব দিনভর মৌলভীবাজার সদর মডেল থানায় আটক থাকলেও তার নামে সুনির্দিষ্ট কোনো মামলা রোববার সন্ধ্যা পযর্ন্ত দায়ের করা হয়নি।
মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলে এ দিন সরকারি ছুটি থাকলেও জেলা সদরের সব সরকারি প্রতিষ্ঠানে  পতাকা উত্তোলন ও বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। কিন্তু পৌরসচিব ওই দিন পৌরসভা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও কোনো কর্মসূচি নেননি।

এ খবর জানার পর সমাজকল্যাণমন্ত্রী রোববার দুপুরে পৌরসভা পরিদর্শন করেন। এ সময় তিনি সচিবকে পতাকা না উত্তোলন করার কারণ জিজ্ঞেস করলে সচিব  সদুত্তর দিতে পারেননি। মন্ত্রী তাকে আটক করার জন্য উপস্থিত পুলিশকে নির্দেশ দেন।
সমাজকল্যাণমন্ত্রী জানান, সচিব সরকারি আইন লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া