adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ হারে ভাগ্যকে দুষলেন ধোনি

Dhoniক্রীড়া প্রতিবেদক : প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ করে ভারত। দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে রোববার মাঠে নামে তারা। ওয়ানডে পরিবর্তন হলেও ভারতের ভাগ্য পরিবর্তন হয়নি।
 
দ্বিতীয় ওয়ানডেতেও পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার ছয় উইকেটে টাইগারদের কাছে হেরেছে টিম ইন্ডিয়া। পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে তারা। এমন হারে যারপরনাই হতাশ ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
 
ম্যাচ শেষে অসহায় ধোনি বলেন, ‘আসলে কী সমস্যা হচ্ছে, সেটা দেখার বিষয়। আমাদের আসলে স্কোরবোর্ডে রান জমা করা উচিত। আমাদের শুরুটা ভালো হচ্ছে না। যেখানে ভালো একটি জুটি হওয়া উচিত সেখানে আমরা একসঙ্গে দুটি উইকেট হারিয়ে বসছি। এ ধরনের খেলায় আপনাকে ঝুঁকি নিতে হবে। কিন্তু আপনি যদি পর পর দুটি উইকেট হারিয়ে বসেন তখন সেটা করা কঠিন হয়ে পড়ে। আপনার সংগ্রহ যদি হয় মাত্র ২০০ রান তাহলে সেটা প্রতিপক্ষের জন্য তাড়া করা সহজ হয়ে যায়।’
 
তিনি আরো বলেন, ‘আমি বোলারদের দোষ দিব না। ব্যাটসম্যান হিসেবে আমাদের ভালো করা উচিত। কিন্তু আমরা সেটা করতে পারছি না। আমাদের দুর্বলতা হল আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলছি। কেউ কেউ দুই-তিনটা বল খেলতে না খেলতেই আউট হয়ে যাচ্ছে।’
 
বাংলাদেশের প্রশংসা করে ভারতের অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের সব বোলররাই ভালো বল করছে। আপনি কেবল একজন বা দুজন বোলারের ওপর নির্ভর করতে পারেন না। এই জিনিসটিই তারা খুব ভালোভাবে করছে। এমন কী যখন তারা উইকেট পায় না তখনও ভালোভাবে বল করে যাচ্ছে। তারা কিছুটা রিভার্স পাচ্ছে। কিন্তু তাদের লাইন ও লেন্থ অসাধারণ।’
 
তৃতীয় ওয়ানডের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আসলে তৃতীয় ওয়ানডেটা উপভোগ করতে চাই। সম্ভবত আরো বেশি ফ্রি হয়ে খেলতে চাই। আমরা ফল নিয়ে এতো বেশি ভাববো না। তৃতীয় ওয়ানডেটি হবে আমাদের মৌসুমের শেষ ওয়ানডে। এই মৌসুমটা খুব একটা ভালো যায়নি আমাদের। এটা ভালো করতে চাই আমরা।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া