adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ -ভারত ম্যাচ দিয়ে শুরু হবে মহিলা এশিয়া কাপ

03ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) উদ্যোগে আগামী ২৬ নভেম্বর শনিবার থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে মহিলাএশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। দেশটির ট্রেডিথাই ক্রিকেট গ্রাউন্ডসে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করবে শক্তিশালী ভারতের বিরুদ্ধে।
টি-২০ সংস্করণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে পাকিস্তান,শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক থাইল্যান্ড। এর আগে এই টুর্নামেন্টকে সামনে রেখে গত ২৩ অক্টোবর ১৫ সদস্যের নারী দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ইনজুরির কারণে টি-২০ বিশ্বকাপে খেলতে না পারা সাবেক অধিনায়ক সালমা খাতুন রাখা হয়েছে ওই স্কোয়াডে। এছাড়া স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও ৫ মহিলা ক্রিকেটারকে।
১৫ সদস্যের দলে ক্রিকেটাররা হলেন-
জাহানারা আলম (অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কোবরা, রিতু মনি, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস, শারমিন সুলতানা, শোভানা মোসতারি ও সালমা খাতুন।
এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আছেন : সানজিদা ইসলাম, লতা ম-ল, শায়লা শারমিন, মোর্শেদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া