adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরকা ও নেকাব নিষিদ্ধ হলো চাদে

chandআন্তর্জাতিক ডেস্ক : চাদে সন্ত্রাসী হামলার কারণে মহিলাদের নেকাব ও বোরকা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গত সোমবার চাদে দুটি আত্মঘাতী বোমা হামলা হলে এ সিদ্ধান্ত নেয় চাদ সরকার। খবর বিবিসির। 

বুধবার চাদের প্রধানমন্ত্রী কালজিউবি ফাহিমি দুবেট বোরকা ও নেকাব নিষিদ্ধ প্রসঙ্গে দেশটির ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় চাদের রাস্তা ঘাটে প্রকাশ্যে বোরকা পরা যাবে না। এমনকি নিজেদের বাড়ি ঘরেও বোরকা পরা যাবে না। চাদের সর্বত্র মহিলাদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ। 

চাদে সন্ত্রাসী হামলার জন্য দেশটির সরকার নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে। 

চাদের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা হামলা চালাতে বোরকা ও নেকাবের আশ্রয় নিচ্ছে। বোরকার ছন্দবেশে আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। এখন থেকে সরকারের নিরাপত্তা বাহিনী বাজারে যত বোরকা ও নেকাব আছে তা আগুনে পুড়িয়ে ফেলবে। 
বোকো হারামকে প্রতিরোধে চাদ নতুন আঞ্চলিক বাহিনী গঠন করেছে। চাদে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাগুলোর দায়দায়িত্ব স্বীকার করেনি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। তবে বোকো হারাম এর আগে চাদে সন্ত্রাসী হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া