adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৯টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ

imagesডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ৯টি প্রতিষ্ঠানকে আইএসও ৯০০১ঃ২০০৮ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), আইএসও ১৪০০১ঃ২০০৪ (এনভায়রেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আইএসও ২২০০০ঃ২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম) সনদ প্রদান করা হয়। গতকাল তেজগাঁওস্থ বিএসটিআই’র কার্যালয়ে এ ৯টি প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক। আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লি. (আরএসআরএম), আলপাইন ফ্রেশ ওয়াটার সিস্টেম লি., ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট, এশিয়ান পাওয়ার, বিডি ফুডস লি. ও ইমামি বাংলাদেশ লি.-এর অনুকূলে কোয়ালিটি ব্যবস্থাপনার ওপরে আইএসও ৯০০১ঃ২০০৮ এবং হক ফুড ইন্ডা. লি. ও ইগলু ফুডস লি.-এর অনুকূলে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আইএসও ২২০০০ঃ২০০৫ সনদ প্রদান করা হয়। এ ছাড়া আরএকে সিরামিকস লি.-এর অনুকূলে পরিবেশ ব্যবস্থাপনার ওপর (আইএসও ১৪০০১ঃ২০০৪) সনদ প্রদান করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া