adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে ইয়াবাসহ আটক নারী পাচারকারীকে ৩ দিনের সাজা

drugs_1জামাল জাহেদ, কক্সবাজার :  কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ আটক জাইতুন আকতার রিনাকে তিন দিনের সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহার আদালতে এ সাজা দেয়া হয়। একই দিন বিকেলে শহরের আলির জাহাল সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং ষ্টেশন এলাকায় যাত্রীবাহী সিএনজি থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করে। রিনা মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস জানান, তার কাছে পঁয়তাল্লিশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

জানা যায়, আটককৃত জাইতুন আকতার রিনা বিজিবি ক্যাম্প এলাকার একটি বাসা ভাড়া করে থাকে। তার বিরুদ্ধে ইয়াবা পাচারসহ মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ করেন এলাকাবাসী।এলাকাবাসী জানান, সে শহরের বিভিন্ন সময়ে একাধিক ভাড়া বাসা পরিবর্তন করেছে। মূলত সে মিয়ানমারের নাগরিক হওয়ার সুবাধে ইয়াবার চালান সহজে বাংলাদেশে নিয়ে আসে। সে সাথে ইয়াবার চালান কক্সবাজারসহ আশ পাশের জেলা গুলোতে পাচার করার কাজ করে থাকে বলেও অভিযোগ এলাকাবাসীর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া