adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চরমোনাই পীরের দাদাকে কাফের বলায় ইমামের বিরুদ্ধে মামলা

1433500771barishal-mtnews24 ডেস্ক রিপোর্ট : চরমোনাই পীরের দাদা মরহুম সৈয়দ মো. এসহাককে ‘কাফের’ বলায় বরিশালের বাবুগঞ্জ থানায় এক হাফেজের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন আবু হানিফ সিকদার নামের চরমোনাইর এক অনুসারী।
মামলার বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গত ১ জুন চরমোনাই পীরের দাদা মরহুম সৈয়দ এসহাককে ‘কাফের’ আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্টাটাস পোস্ট করেন হাফেজ মো. আলমগীর হোসেন।
তিনি জানান, আলমগীর লোহালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মুন্সির পুত্র ও পাঁচরাস্তা জামে মসজিদের ইমাম।  এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পীর অনুসারী উপজেলার রাজগুরু গ্রামের আব্দুল লতিফ সিকদারের পুত্র আবু হানিফ সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হাফেজ মো. আলমগীর হোসেনকে আসামি করা হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া