adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ, শুধু নাম ওঠার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক : সকাল ৯টা না বাজতেই ভারতের রেকর্ড ভেঙ্গে ফেলে বাংলাদেশ। সকাল ৮টা ৫৫ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেছেন ১ লাখ ৬০ হাজার মানুষ। 
এর আগে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিশ্ব রেকর্ড তৈরি করে ভারত। গত বছরের ৬ মে একসঙ্গে ১ লাখ ২১ হাজার ৬৫৩ ভারতীয় নাগরিক ‘জন গণ মন..’ গেয়ে গিনেজ রেকর্ডে নাম লেখান।
 ২৬ মার্চ বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ রেকর্ড ভাঙ্গে বাংলাদেশ। এখন কেবলই গিনেজ বুকে নাম ওঠার অপেক্ষা। স্বাধীনতা দিবসের প্রথম সকালে পায়ে পায়ে হাজারো মানুষ প্রবেশ করছেন প্যারেড গ্রাউন্ডে। উদ্দেশ্য একটাই ‘জাতীয় সঙ্গীত গাইবো, বিশ্ব রেকর্ড গড়বো’। বুধবার সকাল সাড়ে ৬টায় খোলা হয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশদ্বার। 
এখানেই সকাল ১১টায় তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে সুর উঠবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…।
শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গার্মেন্টস শ্রমিক, পরিবহন সংশ্লিষ্টসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নিচ্ছেন। সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন নিয়ে টানা কয়েকদিন ধরে শেষ হয়েছে সব প্রস্তুতি।
প্যারেড গ্রাউন্ডে এসে জাতীয় সঙ্গীতের সঙ্গে দাঁড়িয়ে সুর মেলাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
জাতীয় প্যারেড স্কোয়ারের উত্তর দিক থেকে আগত অংশগ্রহণকারীরা এখনো মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে প্রবেশ করে রোকেয়া সরণির উত্তর প্রান্ত দিয়ে ভেন্যুতে প্রবেশ করছেন।
জাতীয় প্যারেড স্কয়ারের পশ্চিম দিক থেকে আগত অংশগ্রহণকারীগণ শ্যামলীর শিশুমেলার রাস্তা ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের রাস্তা দিয়ে ভেন্যুতে প্রবেশ করছেন।
জাতীয় প্যারেড স্কয়ারের দক্ষিণ দিক থেকে আগত অংশগ্রহণকারীরা চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তা ও রোকেয়া সরণির দক্ষিণ প্রান্ত দিয়ে ভেন্যুতে আসছেন।
জাতীয় প্যারেড স্কোয়ারের পূর্ব দিক থেকে আসা অংশগ্রহণকারীরা বিজয় সরণির পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করে সামরিক জাদুঘরের পাশের রাস্তা হয়ে বিজয় সরণির দক্ষিণ প্রান্ত দিয়ে ভেন্যুতে প্রবেশ করছেন।
ছাত্র-ছাত্রী ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ঢাকা সেনানিবাসের ভেতর দিয়ে প্যারেড গ্রাউন্ডের পেছন দিক থেকে প্যারেড গ্রাউন্ডে ঢুকছেন।
প্রতিটি এলাকা থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা সবাইকে গাইড করে নির্ধারিত প্রবেশপথ দিয়ে নির্দিষ্ট সেক্টরে নিয়ে যেতে দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক : সকাল ৯টা না বাজতেই ভারতের রেকর্ড ভেঙ্গে ফেলে বাংলাদেশ। সকাল ৮টা ৫৫ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেছেন ১ লাখ ৬০ হাজার মানুষ। 
এর আগে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিশ্ব রেকর্ড তৈরি করে ভারত। গত বছরের ৬ মে একসঙ্গে ১ লাখ ২১ হাজার ৬৫৩ ভারতীয় নাগরিক ‘জন গণ মন..’ গেয়ে গিনেজ রেকর্ডে নাম লেখান।
 ২৬ মার্চ বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ রেকর্ড ভাঙ্গে বাংলাদেশ। এখন কেবলই গিনেজ বুকে নাম ওঠার অপেক্ষা। স্বাধীনতা দিবসের প্রথম সকালে পায়ে পায়ে হাজারো মানুষ প্রবেশ করছেন প্যারেড গ্রাউন্ডে। উদ্দেশ্য একটাই ‘জাতীয় সঙ্গীত গাইবো, বিশ্ব রেকর্ড গড়বো’। বুধবার সকাল সাড়ে ৬টায় খোলা হয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশদ্বার। 
এখানেই সকাল ১১টায় তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে সুর উঠবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…।
শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গার্মেন্টস শ্রমিক, পরিবহন সংশ্লিষ্টসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নিচ্ছেন। সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন নিয়ে টানা কয়েকদিন ধরে শেষ হয়েছে সব প্রস্তুতি।
প্যারেড গ্রাউন্ডে এসে জাতীয় সঙ্গীতের সঙ্গে দাঁড়িয়ে সুর মেলাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
জাতীয় প্যারেড স্কোয়ারের উত্তর দিক থেকে আগত অংশগ্রহণকারীরা এখনো মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে প্রবেশ করে রোকেয়া সরণির উত্তর প্রান্ত দিয়ে ভেন্যুতে প্রবেশ করছেন।
জাতীয় প্যারেড স্কয়ারের পশ্চিম দিক থেকে আগত অংশগ্রহণকারীগণ শ্যামলীর শিশুমেলার রাস্তা ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের রাস্তা দিয়ে ভেন্যুতে প্রবেশ করছেন।
জাতীয় প্যারেড স্কয়ারের দক্ষিণ দিক থেকে আগত অংশগ্রহণকারীরা চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তা ও রোকেয়া সরণির দক্ষিণ প্রান্ত দিয়ে ভেন্যুতে আসছেন।
জাতীয় প্যারেড স্কোয়ারের পূর্ব দিক থেকে আসা অংশগ্রহণকারীরা বিজয় সরণির পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করে সামরিক জাদুঘরের পাশের রাস্তা হয়ে বিজয় সরণির দক্ষিণ প্রান্ত দিয়ে ভেন্যুতে প্রবেশ করছেন।
ছাত্র-ছাত্রী ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ঢাকা সেনানিবাসের ভেতর দিয়ে প্যারেড গ্রাউন্ডের পেছন দিক থেকে প্যারেড গ্রাউন্ডে ঢুকছেন।
প্রতিটি এলাকা থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা সবাইকে গাইড করে নির্ধারিত প্রবেশপথ দিয়ে নির্দিষ্ট সেক্টরে নিয়ে যেতে দেখা গেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া