adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আত্মঘাতী গোলে হারল বাংলাদেশ

B Dক্রীড়া প্রোতিবেদক : খেললো বাংলাদেশ, জিতল উজবেকিস্তান। এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে লাল-সবুজের দলের এ হার উজবেকিস্তানের কাছে হয়নি, ভাগ্যের কাছে হেরেছে। আজ তাজিকিস্তানের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার নির্ধারিত ৯০ মিনিট পার হওয়ার পর ইনজুরি টাইমে (৯৩ মিনিট) আত্মঘাতী গোলে হেরে গেল বাংলাদেশ। ফলে গোল না করেই মাঠে হাটু গেড়ে উজবেকের ওরা ১১ সেনা বিজয় উল্লাসে মেতে উঠলো। দুর্দান্ত এক লড়াইয়ের পর ভাগ্যের ছোঁয়ায় জয় পেলে এমন উল্লাস তো হতেই পারে।
শ্রীলঙ্কার জালে ১০ গোল দিয়ে বাছাইপর্ব শুরু করেছিল উজবেকিস্তান। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধেও জয় পায় ৬ গোলে। দুই ম্যাচে ১৬ গোল করা এমন শক্তিশালীর সামনে দিয়ে উড়েই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু শেষ মিনিটের কপালপোড়া ভাগ্যে সব শে। উজবেকদের কপাল ভালো তারা ম্যাচটি জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন।
এদিকে প্রথমআলো অনলাইন জানিয়েছে, খেলার ৬ মিনিটেই যদি মাহবুবুর রহমান সুফিল সহজ গোলটা মিস না করতেন, তাহলে ম্যাচে জিতেই মাঠ ছাড়ত বাংলাদেশ। ম্যাচের চুলচেরা পরিসংখ্যান না দেখলেও বলে দেওয়া যায় বলের দখলে এগিয়ে ছিল উজবেকিস্তান। কিন্তু ম্যাচের সবচেয়ে সহজ গোলের সুযোগটি বাংলাদেশের। ৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে টুটুল হোসেন বাদশার এরিয়াল থ্রু নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্তভাবে বক্সে ঢুকেছিল সুফিল। তার সামনে শুধুই গোলরক্ষক। কিন্তু মনের বাঘের কাছে হেরে তালগোল পাকিয়ে ফেলে মালদ্বীপ ম্যাচের নায়ক।
সারা ম্যাচে দুর্দান্ত ছিল বাংলাদেশের যুবারা। কিন্তু শেষটা রাঙানো হলো না। এই হারে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাছাইপর্বের টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে উজবেকিস্তান। চূড়ান্তপর্বের টিকিটের আশা প্রায় শেষ হয়ে গিয়েছে বলাই যায়। এখন কিছু যদি-কিন্তুর ওপরে ঝুলে থাকল চূড়ান্তপর্বের আশা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া