adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কেঁপে উঠল জাপান

1431519854আন্তর্জাতিক ডেস্কঃ এবার কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯। বুধবার ভারতীয় সময় রাত ২টো বেজে ৪২ মিনিটে প্রবল ভূকম্পন অনুভূত হয় টোকিও ও উত্তর জাপানের বিস্তীর্ণ অঞ্চলে। কম্পনের উত্‍‌সস্থল ছিল সেদেশের মিয়াগি উপকূলে, ভূপৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার গভীরে। কম্পনের প্রাবল্য বেশি থাকলেও, সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। 

বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর না থাকলেও, এই ভূমিকম্পের কারণ সম্পর্কে ভূতত্ত্ববিদরা যা বলছেন, তা রীতিমতো উদ্বেগের। তাঁদের মতে, এদিনের ভূমিকম্প হল ২০১১-র বিধ্বংসী ভূমিকম্পের আফটারশক। সেবছর মার্চ মাসে ৯ তীব্রতার সেই ভূকম্পন প্রাণ নিয়েছিল ১৮,০০০-এরও বেশি মানুষের। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, সেই ভূমিকম্পের চার বছর পর তার আফটারশক প্রত্যক্ষ করল জাপান। 

ভূমিকম্পের তীব্রতা অত্যধিক বেশি হলে, তার আফটারশক বেশ কয়েক বছর ধরে চলতে পারে বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদরা। যেমন, মাদ্রিদে ১৮১২ সালের এক ভূমিকম্পের উল্লেখ করে জানানো হয়েছে, সেই ভূমিকম্পের আফটারশক চলেছিল দীর্ঘ ২০০ বছর ধরে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া