adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সরকার ১ মাসের মধ্যে বাংলাদেশিদের ফিরিয়ে আনবে’

Shahidul1433225105নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, মানব পাচারের শিকার সাগরে ভাসমান ও আটকে পড়া বাংলাদেশিদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনবে সরকার।
 
তিনি বলেন, ‘মানব পাচারের সঙ্গে ৩ থেকে ৬.৫ বিলিয়ন ডলারের বাণিজ্য জড়িয়ে আছে। এর সঙ্গে বিশাল আন্তদেশীয় অপরাধচক্র জড়িত। তাই মানব পাচার বন্ধ করতে হলে আন্তর্জাতিক উদ্যোগ নিতে হবে। তবে এটিকে রাজনৈতিকীকরণ করলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’
 
আজ ২ জুন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মানব পাচারের জন্য বড় ক্ষেত্র হচ্ছে চাহিদা ও সরবরাহ। তাই বৈধ অভিবাসনের ক্ষেত্র সংকুচিত হয়ে গেলে অবৈধ অভিবাসন ও মানব পাচার বেড়ে যাবে। কাজেই এ বিষয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।’
সচিব আরো বলেন, ‘সম্প্রতি চার-দেশীয় অভিযানে এ পর্যন্ত প্রায় ৭ হাজার মানব পাচারের শিকার নিরীহ মানুষকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩০ ভাগ বাংলাদেশি হতে পারে। সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ সংখ্যা জানানো হয়েছে। তিনি বলেন, ‘উদ্ধারকৃতদের মধ্যে এ পর্যন্ত প্রায় দেড় হাজার বাংলাদেশির প্রাথমিক পরিচয় জানা গেছে।’
 
শহীদুল হক আরো বলেন, ‘থাইল্যান্ডে সম্প্রতি অনুষ্ঠিত মানব পাচার বিষয়ক সম্মেলনে বাংলাদেশ জানিয়েছে, উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের এক মাসের মধ্যে ফিরিয়ে নেওয়া হবে। সম্মেলনের বাইরে মিয়ানমার মানব পাচার রোধে দ্বিপাক্ষিক উদ্যোগ নিতে বাংলাদেশের কাছে প্রস্তাব দিয়েছে। মিয়ানমারকে জানানো হয়েছে বাংলাদেশ এ বিষয়ে প্রস্তুত আছে।’
 
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘মিয়ানমারে উদ্ধার হওয়া ২০০ বাংলাদেশির খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে। তবে বিভিন্ন গণমাধ্যমে ৭০০ জনের যে খবর প্রকাশিত হয়েছে সে ব্যাপারে অফিসিয়াল কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসেনি।’
 
পররাষ্ট্রসচিব বলেন, ‘মানব পাচার রোধে বাংলাদেশে কঠিন আইন আছে। মানব পাচার বিষয়ে যুক্তরাষ্ট্র বছরে যে প্রতিবেদন প্রকাশ করে তাতে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রকাশিত মানব পাচার প্রতিবেদনের টায়ার-২ তে রয়েছে।’
 
শহীদুল হক বলেন, ‘মানব পাচারের পেছনে কিছু প্রেক্ষাপট আছে, যেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এটি আন্তর্জাতিক মহলও জানে। এটি একটি আন্তর্জাতিক সমস্যা। মানব পাচর রোধে বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত।’
 
পররাষ্ট্রসচিব আরো বলেন, ‘দারিদ্রতাই মানব পাচারের একমাত্র কারণ নয়। এর সঙ্গে চোরাচালানসহ আরো অনেক বিষয় জড়িত। ইউরোপ ও আমেরিকাতেও মানব পাচার হয়। তাই সম্মিলিত উদ্যোগ ছাড়া একা কোনো দেশের পক্ষে মানব পাচার বন্ধ করা সম্ভব নয়।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া