adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইনসের ইঞ্জিন বন্ধ

full_1292276437_1432833540আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুর থেকে সাংহাই যাওয়ার পথে বিমানের ইঞ্জিন সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় অনেক নিচে নেমে আসে সিঙ্গাপুর এয়ারলাইনস্-এর দুটি বিমান।  যদিও পাইলটের তৎপরতায় এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা। নিরাপদে রয়েছেন বিমান দুটির ১৯৪ জন যাত্রী এবং বিমানকর্মীরা। 
তবে সিঙ্গাপুর এয়ারলাইনস্-এর পক্ষ থেকে জানানো হয়েছে ১৮২ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মীর এভাবে প্রাণসংশয় হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কেন এই বিপত্তি তাও খতিয়ে দেখা হবে বলে জানানাে হয়েছে।
প্রসঙ্গত, এয়ারবাস এ৩৩০-৩০০ নামে একটি বিমান সিঙ্গাপুরের চাঙ্গি বিমান বন্দর থেকে ১৮২ জন যাত্রী নিয়ে পাড়ি দিয়েছিল সাংহাই। ওড়ার সাড়ে তিন ঘন্টা পর ৩৯ হাজার ফুট উচ্চতায় বন্ধ হয়ে যায় বিমানের ইঞ্জিন। বিমানটি ১৩ হাজার ফুট নীচে নেমে আসে। যদিও পাইলট পরিস্থিতি সামাল দেন। পরে সাংহাইয়ে ঠিকঠাক অবতরণও করে বিমানটি।
এই বিমানটি ছাড়াও সিঙ্গাপুর এয়ারলাইনস্-এর সাংহাইগামী আরও একটি বিমান এলকিউ৮৩৬ বিমানটিও একই সমস্যার মধ্যে পড়ে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া