adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দর বৃদ্ধির শীর্ষ দশের সাতটিই বীমা কোম্পানি

ডেস্ক রিপাের্ট : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দর বাড়ার শীর্ষ দশে থাকা কোম্পানি গুলোর মধ্যে সাতটিই বীমা কোম্পানি। এর মধ্যে সবার শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৬৮ শতাংশ। দিন শেষে কোম্পানিটির সাত লাখ ১০ হাজার ৫৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য তিন কোটি ২৩ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭ টাকা ৬০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জনতা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দর বেড়েছে ৭.৫২ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ টাকা ৬০ পয়সা।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে আছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৯২ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা। কোম্পানিটি ৭৫ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য ৩৬ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩ টাকা ১০ পয়সা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড ৫.৫৭ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২.৭১ শতাংশ, মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২.৬১ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২.২২ শতাংশ, আল আরাফা ইসলামি ব্যাংক লিমিটেড ১.৮৬ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১.৭৮ শতাংশ এবং নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর ১.৭৩ শতাংশ বেড়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া