adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে যাবার সময় ২৭ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট : বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতের সময় ২৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সকালে ২৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। এ নিয়ে দুই দিনে ৫৫ বাংলাদেশি আটক হলো। 
শুক্রবার আটক ২৭ জনের মধ্যে শিশু ও নারী নয়জন এবং পুরুষ ১৮ জন। তবে রহস্যজনক কারণে পারাপারের সঙ্গে জড়িত কোনো পাচারকারী বা দালাল আটক হয়নি।
আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। এরা হলেন-নিশি বেগম (২৫), ইভা মণ্ডল (১৭), বন্যা মণ্ডল (১৯), রিতিকা বিশ্বাস (২), চাঁদনি (১৮), অনিকা বিশ্বাস (৪৫), গীতা রানী (৫০), জাতিকা বিশ্বাস (৪০), উত্তম বিশ্বাস (০৬), অনিক কৃষ্ণ মজুমদার (৫০) ও বজ্র শিলা রায় (৫২)। এদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়। 
আটক সবাইকে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। দুপুর ২টার দিকে তাদের যশোর আদালতে পাঠানো হয় বলে জানায় পুলিশ। 
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া