adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত সরকারকে জামায়াতের অভিনন্দন

Jamayat1নিজস্ব প্রতিবেদক : রাজ্যসভার পর লোকসভাতেও সীমান্ত বিল পাস করায় একদিন পর ভারত সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। এরা আগে অন্যান্য দলগুলোও ভারত সরকারকে অভিনন্দন জানায়।
শুক্রবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ অভিনন্দন জানায় দলটি।
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বিবৃতিতে বলেন, ‘ভারতের রাজ্যসভার পর লোকসভাতেও সীমান্ত বিল পাস করায় আমি ভারত সরকার, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ গোটা ভারতবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি এর ফলে ১৯৭৪ সাল থেকে ঝুঁলে থাকা ছিটমহল বিনিময়, অপদখলীয় ভূমি হস্তান্তর ও অনিষ্পন্ন সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে।’

তিনি বলেন, ‘দুই দেশের প্রায় ৫২ হাজার ছিটমহলবাসীর নাগরিকত্ব সমস্যার স্থায়ী সমাধান হবে এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে ও বঞ্চনার অবসান ঘটবে। একই সাথে পশ্চিম বঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত বিরোধ চূড়ান্তভাবে নিষ্পন্ন হবে।’

আশা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ভারত সরকার তিস্তার পানি বণ্টন চুক্তি অবিলম্বে সম্পন্ন করবেন। সেই সাথে টিপাইমুখ বাঁধ নির্মাণ এবং সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশিদের হত্যা বন্ধ করে দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও দুদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি রোধ করার ব্যাপারেও ভারত সরকার বাস্তবমুখি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আরও আশা করি এখন থেকে দুদেশের সম্পর্ক পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া