adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহফুজের বিরুদ্ধে মামলা গণমাধ্যমের ওপর আঘাত নয়

joy_102726নিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে করা মামলাকে গণমাধ্যমের ওপর আঘাত আখ্যায়িত করে সাংবাদিক, সম্পাদক ও বিশিষ্টজনেরা যে উদ্বেগ প্রকাশ করেছেন তার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। তিনি দাবি করেছেন, এসব মামলা গণমাধ্যমের ওপর আঘাত নয়। এগুলো দেওয়ানি মানহানি মামলা, ফৌজদারি নয়।

তিনি বলেন, 'আপনি যদি কারও ক্ষতি করেন, সংক্ষুব্ধ পক্ষ আপনার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করার সব ধরনের অধিকার রয়েছে। মাহফুজ আনাম যদি হয়রানি করেন, মিথ্যা অভিযোগে ১১ মাস জেলে কাটানোর অনুভূতি কী তা তারও জানা উচিত।’

শুক্রবার সকালে সজীব ওয়াজেদ জয় তার নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন।

মাহফুজ আনামের পক্ষ নেয়ায় সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, ‘‌আমাদের ‘সুশীল সমাজের’ কিছু অংশ এবং কয়েকটি সংবাদপত্রের সম্পাদক আমার মায়ের বিরুদ্ধে মাহফুজ আনাম কর্তৃক চালানো মিথ্যা সাজানো প্রচারণার স্বীকারোক্তির পর তার বিরুদ্ধে করা মানহানির মামলাগুলোর সমালোচনা করছেন। আমাদের সরকার তার বিরুদ্ধে একটি মামলাও করেনি। মামলাগুলো সবই দেওয়ানি প্রকৃতির, যা খেসারত এবং আর্থিক ক্ষতিপূরণের দাবিতে করা।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমি জানতে চাই, যা কিছু ঘটেছে তাতে গণমাধ্যমকে দায়মুক্তি দেয়া যায় কিনা? মাহফুজ আনাম স্বীকার করেছেন, কেবল একটিই নয়, এসব মিথ্যা কাহিনী ধারাবাহিকভাবে তিনি আমার মায়ের বিরুদ্ধে, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চালিয়েছেন। তার কর্মকাণ্ডের ফলে আমার মা তার এই বয়সে ১১ মাস জেলে কাটিয়েছেন। এত কিছুর পর তিনি বলেন, “ওহহো, আমার ভুল হয়েছে!” এবং আমাদের সেসব ভুলে যেয়ে এগুতে হবে? আমার মা, আমার পরিবার এবং আমাদের দল আওয়ামী লীগের পক্ষে কোনই বিচার থাকবে না? সেখানে কোনই জবাবদিহিতা থাকা উচিৎ না?

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘রাজনীতিকদের আইন মেনে চলতে হবে, নয়তো জেলে যেতে হবে। পুলিশকে আইন মেনে চলতে হবে, নতুবা জেলে যেতে হবে। কিন্তু মিথ্যা কাহিনী লেখার জন্য কোনো আইন থাকবে না? দেওয়ানি আইনে রাজনীতিক এবং বিখ্যাত ব্যক্তিত্বের একমাত্র আশ্রয় হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া। অন্য কিছু যদি নাও হয়, শুধুমাত্র উকিল খরচ এবং আদালতে যাওয়ার সময় বিবেচনায় একজন সাংবাদিককে মিথ্যা ছাপানো এবং অন্যের সুনাম ক্ষুণ্নের আগে দ্বিতীয়বার ভাবা উচিৎ। যদিও, এ পেশার লোকেরা জবাবদিহিতাকে গণমাধ্যমের ওপর আঘাত আখ্যা দিয়ে কাঁদা ছোড়াছুড়ি করতে চান।’

মাহফুজ আনামের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এটা গণমাধ্যমের ওপর আঘাত নয়, এটা ফৌজদারি মামলাও নয়। এটা হল দেওয়ানি মামলা। আধুনিক আইনি ব্যবস্থাসম্পন্ন সব দেশেই এটা ঘটে।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া