adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানেও এবার দোলপূর্ণিমায় ছুটি

dolআন্তর্জাতিক ডেস্ক : দোল উতসব মানেই এদেশে জাতীয় ছুটির দিন৷ স্কুল, কলেজ, অফিস-কাছারি ভুলে শুধু একে-অপরকে লাল-নীল-হলুদে রাঙিয়ে দেওয়ায় মত্ত থাকেন আট থেকে আশি সকলেই৷ কিন্তু দোলপূর্ণিমা উপলক্ষে যদি পাকিস্তানও ছুটি ঘোষণা করে, তবে শুনতে বেশ অবাক লাগে৷ পাকিস্তানে প্রথমবার এমনটাই হতে চলেছে৷ রঙের উৎসবের দিন অর্থাৎ বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে ছুটি ঘোষণা করল পাক সরকার৷ এর আগে সিন্ধু প্রদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্যই এই ছুটি বরাদ্দ ছিল৷ সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের মুখপাত্র জানান, "প্রথমবার দোল উপলক্ষে গোটা প্রদেশে ছুটি ঘোষণা করা হল৷" পাকিস্তান মুসলিম লিগের হিন্দু আইনজীবী রমেশ ভাঙ্কওয়ানি দোল, দীপাবলী ও ইস্টারে ছুটি দেওয়ার আবেদন জানিয়েছিলেন৷ সেই আবেদনের ভিত্তিতেইএই সিদ্ধান্ত নেয় সরকার৷ পাক সংবাদ মাধ্যমগুলিও এই সিদ্ধান্তের প্রশংসা করেছে৷ ২০ কোটি পাকিস্তানির মধ্যে রয়েছে ২ শতাংশ হিন্দু৷ যার অধিকাংশেরই বাস সিন্ধু প্রদেশে৷ দোলের দিন ভালবাসা, বন্ধুত্ব, শান্তির রঙে রঙিন হয়ে ওঠেন ভারতবাসী৷ দোল উতসব পালিত হয় নেপালেও৷ এবার থেকে সব কাজ ভুলে রঙের উতসবে মাতোয়ারা হতে প্রস্তুত সিন্ধু প্রদেশও৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া