adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাইল মিলসও বিদায় বললেন

Kyle_Mills-1427859706স্পোর্টস ডেস্ক : ড্যানিয়েল ভেটোরির পর এবার নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার কাইল মিলসও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।
 বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিউই পেসার মিলস। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুড বাই’ জানান অলরাউন্ডার ভেটোরি। ২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়ে মিলসের। গত ১৪ বছরে ১৭০ ওয়ানডে খেলে ২৪০টি উইকেট নিজের ঝুলিতে জমা করেছেন এই কিউই পেসার। ব্যাট হাতে ১ হাজার ৪৭ রানও করেছেন তিনি।
 এ ছাড়া ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের সাদা জার্সি গায়ে ওঠে মিলসের। ১৯ টেস্ট খেলে ৪৪ উইকেট নিয়েছেন মিলস।
 অবসরের ঘোষণা দিয়ে মিলস বলেন, ‘এটা অনেক সম্মানের যে, গত ১৪ বছর আমার দেশের জন্য খেলতে পেরেছি। খেলাটা আমি অনেক মিস করব। তবে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। এখন পরিবারকে আরো বেশি সময় দেওয়া প্রয়োজন, যারা আমার খেলা চালিয়ে যেতে সাহায্য করেছেন।’ জাতীয় দলের সকল কোচ ও সতীর্থদের ধন্যবাদও জানান মিলস।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া