adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে বাসে অগ্নিসংযোগে ৬টি মামলা, আসামি ১৫০

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় বৃহস্পতিবার ১০টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৫০ জনকে আসামি করা হয়। ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার ১০টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল, শাহবাগ এবং পল্টন থানায় দুটি করে মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ইতোমধ্যে আসামিদের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি রাজনৈতিক দলের নেতাকর্মী বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নয়াপল্টনে, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল ও ভাটারায় নয়টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ৮টার দিকে উত্তরার আজমপুরে যাত্রীবাহী আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

এদিন অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

তবে কে বা কারা লাগিয়েছে এবং কেন লাগিয়েছে তা সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও পুলিশ বলছে, উপনির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার উদ্দেশ্যেই গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া