adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের শীর্ষ ধনী বিল গেঁটস – সম্পদের পরিমাণ ৭৯ বিলিয়ন ডলার

BILL-1425340052আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকায় আবারও এক নম্বর স্থানটি দখল করে নিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ফোর্বস ম্যাগাজিনের বার্ষিক গ্লোবাল বিলিয়নেয়ারদের তালিকায় গত ২১ বছরের মধ্যে ১৬ বারই তিনি বিশ্বের শীর্ষ ধনী নির্বাচিত হন। 
দুই বছর আগে গেটসের স্থানটি দখল করে নেন মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম। কিন্তু এবার তাকে টপকে ফের শীর্ষ স্থানে ফিরলেন গেটস। ফোর্বসের মতে, গেটসের মোট সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ২ বিলিয়ন ডলার। এ বছরের ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত তার সম্পদ বেড়েছে তিন বিলিয়ন ডলার। টেলিকম জায়ান্ট কার্লোসের সম্পদ ৭৭ দশমিক ১ বিলিয়ন ডলার। সাময়িকীটি জানিয়েছে, বর্তমানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা এক হাজার ৮২৬ জন। গত ১২ মাসে বিলিয়নেয়ার বেড়েছে ১৮১ জন।
মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট স্প্যানিশ ফ্যাশন চেইন জারার স্বত্বাধিকারী আমাসিও ওর্তেগাকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখল করেছেন। বাফেটের মোট সম্পদ ৭২ দশমিক ৭ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে থাকা ওর্তেগার সম্পদ ৬৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। শীর্ষ ১০ ধনীর তালিকায় আরও রয়েছেন সফটওয়্যার কোম্পানি ওরাকলের ল্যারি এলিসন ৫৪ দশমিক ৩, শিল্পপতি চার্লস কোচ ৪২ দশমিক ৯, ডেভিড কোচ ৪২ দশমিক ৯, কিস্টি ওয়ালটন ৪১ দশমিক ৭, জিম ওয়ালটন ৪০ দশমিক ৬ ও দশম স্থানে রয়েছেন লিলিয়ান বেনকোর্ট ৪০ দশমিক ১ বিলিয়ন ডলার। ৫ ধাপ এগিয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম সেরা বিশ জনের মধ্যে উঠে এসেছে। সবচেয়ে তরুণ ধনকুবের হিসেবে তালিকায় স্থান করে নিয়েছেন স্নাপচ্যাট অ্যাপলিকেশনের প্রতিষ্ঠাতা ২৪ বছর বয়সী ইভান স্পাইগেল। নিজ চেষ্টায় সবচেয়ে কমবয়সী নারী বিলিয়নেয়ার হিসেবে স্থান দখল করেছেন এলিজাবেথ হোমস।
২০ শীর্ষ ধনীর মধ্যে ১৫ জনই মার্কিন নাগরিক। এবার ২৯০ জন নতুন বিলিয়নেয়ার তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে ৭১ জনই চীনের নাগরিক।তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, ৪৬ জন বিলিয়নেয়ারের বয়স ৪০-এর নিচে। গত বছরে স্থান পাওয়া বিলিয়নেয়ারদের ১৩৮ জন এবারের তালিকা থেকে ছিটকে গেছেন, যাদের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ‘চকলেট কিং’ খ্যাত পেত্রো পোরোশেঙ্কোও রয়েছেন।  খবর : বিবিসি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া