adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জালিয়াতির অভিযোগে রাজকন্যা আদালতে

160111043629_spain_princes_640x360_bbc_nocredit আন্তর্জাতিক ডেস্ক :অর্থ জালিয়াতি আর কর ফাকি দেয়ার অভিযোগে স্পেনের রাজকন্যা ক্রিস্টিনা আজ আদালতে হাজিরা দেবেন।
তিনি হবেন দেশটির রাজপরিবারের প্রথম সদস্য যিনি কোন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন।
৫০ বছর বয়সী এই রাজকন্যা স্প্যানিশ রাজা ফিলিপের বোন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্বামীকে কর ফাকি ও অর্থ জালিয়াতিতে সহায়তা করেছেন।
পুরো বিষয়টিতে স্পেনের রাজপরিবার ব্যাপক বিব্রত অবস্থায় পড়েছে।
রাজকন্যার স্বামী ইনাকি উরদাগারিন তার অলাভজনক প্রতিষ্ঠান ব্যবহার করে ৫৫ লাখ ইউরো সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
আর রাজকন্যা ডাচেস অফ পালমা তাতে সহযোগিতা করেছেন তদন্তের পর এমনটাই বলা হচ্ছে।
রাজকন্যা সেই কোম্পানির বোর্ড মেম্বার ছিলেন।
দোষী সাব্যস্ত হলে তার ৮ বছরের জেল হতে পারে।
রাজকন্যা ক্রিস্টিনা অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করছেন।
এসব অভিযোগ ওঠার পর রাজা ফিলিপ তার বোনের রাজকীয় টাইটেল বাতিল করেছেন।
তবে তারপরও তিনি দেশটির রাজ সিংহাসনের উত্তরাধিকারীদের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া