adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারকা নয়, অভিনেত্রী হতে চাই : সুস্মি

ইমরুল শাহেদ : সদ্য মুক্তি পাওয়া আসমানী ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত সুস্মি রহমানের ক্যারিয়ার নতুন রুপ পরিগ্রহ করতে শুরু করেছে। আসমানী ছবি মুক্তি পাওয়ার পর বলতে গেলে তার কাছে প্রতিদিনই নতুন ছবির প্রস্তাব আসছে। এর মধ্যে বর্তমান সময়ের বাজার চলতি নির্মাতারাও রয়েছেন। নিকট অতীতে নতুন নায়িকা নিয়ে কাজ করা একজন পরিচালকও তার আনা নায়িকাটিকে বাদ দিয়ে সুস্মিকে নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছেন। সুস্মি বলেন, ‘আমি শুধু ব্যতিক্রমী ধারার ছবিতে নয়, মূলধারার ছবিতে কাজ করতে চাই। আপাতত আমি কোনো প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছি না। আলাপ আলোচনা করছি। ব্যাটে বলে মিলে গেলেই কাজ করব।’

তিনি বলেন, ‘চলচ্চিত্রে আমি নতুন। কিন্তু অভিনয় জগতে আমি নতুন নই। অনেকগুলো নাটক ও টিভিসি করেছি। এক সময় আমাকে বলা হতো গ্রামীণ ফোন কন্যা। এখন আমি অভিনয়ের ধারাবাহিকতাকেই ধরে রাখতে চাই এবং সকলের সহযোগিত পেলে আমি নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই। আমি তারকা হতে চাই না।’

প্রশ্ন হচ্ছে, অনেক নবাগত নায়িকার ছবি সুপারহিট হলেও তারা নির্মাতাদের কাছে চাহিদা তৈরি করতে পারেননি। আয়নাবাজির নাবিলা বা জয়া আহসান আলোচিত হলেও কোনো অবস্থান তৈরি করতে পারেননি। কিন্তু আসমানী ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও সুস্মির কেন চাহিদা বেড়ে গেল নির্মাতাদের কাছে? এর জবাব দিয়েছেন বুকিং এজেন্ট অরুণ। তিনি বলেন, ছবিটি ব্যবসা না করলেও সুস্মি চমৎকার অভিনয় করেছেন। আসমানী ছবিতে তার পর্দা উপস্থিতি দর্শককে আনন্দ দিয়েছে। চলচ্চিত্র ব্যবসা দর্শক পছন্দের শিল্পীকে নিয়েই আবর্তিত হয়। তিনি বলেন, ‘ছবিটি আমি দর্শকের সঙ্গে বসে দেখেছি তাদের প্রতিক্রিয়া দেখার জন্য। দেখলাম বাপ্পী চৌধুরী না থাকলেও কোনো অসুবিধা ছিল না ছবিটির।’

সুস্মি বলেন, ‘আসমানী ছবিটিতে কাজ করার সময় আড়াই বছর আমি নাটক বা টিভিসিতে কাজ করিনি। আমার চেতনা দখল করে নিয়েছিল আসমানী। একটি চরিত্রের চার মাত্রা বা চারটি পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে কাজ করতে হয়েছে। প্রত্যেক পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে আমি পোশাকও ব্যবহার করেছি। পরিচালক এম সাখাওয়াৎ হোসেন ভাইয়েরও সহযোগিতা ছিল। আসলে সহজ পথে কোনো সাফল্য আসেনা। সাফল্যের জন্য শ্রম ও মেধা খরচ করতে হয়। আমিও সেটা করেছি।’
তিনি বলেন, ‘আমার চেষ্টা আছে। সকলের ভালোবাসা পেলে অবশ্যই আমি সফল হবো।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া