adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্মাদের মতো দল নির্বাচনে পাকিস্তানের হার : মিয়াঁদাদ

image_118146_0স্পোর্টস ডেস্ক : বড় ম্যাচে যেকোনো দল সেরা একাদশ খেলাবে, এটাই স্বাভাবিক৷ কেউ এখানে পরীক্ষা-নিরীক্ষায় যায় না৷ এই সহজ ফর্মুলাটা পাকিস্তান মাথাতেই আনল না৷ এডিলেডের পাটা ব্যাটিং উইকেটে ড্যাং ড্যাং করে জিতে গেল ভারত৷ ৭৬ রানে জিতে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড ৬-০ করে ফেলল ভারত৷ আর আমাদের জন্য আরও চার বছরের অপেক্ষা৷
পাকিস্তানের হারের একটাই কারণ, উন্মাদের মতো দল নির্বাচন৷ সারা বিশ্বের কোটি কোটি পাকিস্তানি ভক্তের হৃদয় ভেঙে দিল এই ভুলভাল দল বাছাই৷ ইউনিস খান ওপেনিংয়ে? এটা কী ধরনের রকেট সায়েন্স? বিশেষ: উইকেটকিপার সরফরাজ আহমেদকে বাদ দেওয়ার মানে কী? ও-ও তো মেরেই খেলে৷ এটা তো বিশ্বকাপের মতো আসরে নামার আগেই কেঁপে যাওয়া৷ মানছি চোট-পাওয়া মুহাম্মদ হাফিজের জায়গায় দলে সুযোগ পাওয়া নাসির জামশেদ একেবারে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছেছে৷ কিন্তু ও ওখানে গেছে কী করতে? ইংল্যান্ডের বিরুদ্ধে গা-ঘামানো ম্যাচে নিজেকে প্রমাণ করতে, না কি বিশ্বকাপ খেলতে?
উইকেটকিপিং সবার দ্বারা হয় না৷ এটা একটা স্পেশাল জায়গা৷ উমর আকমলকে আমরা অন্তত জডনখানেক বার দেখেছি বড় ম্যাচে মোক্ষম সময়ে ক্যাচ ফস্কেছে৷ তাই এবারও যখন দেখলাম বিরাট কোহলির ক্যাচ ফেলল, একটুও অবাক হইনি৷ আমার মনে হয়, পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট বুঝতেই পারেনি দলের শক্তি কী৷ একদিকে আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান খেলাতে চাইছে, অন্যদিকে ৬ জন বোলারও খেলাতে চাইছে৷ বড় প্রতিযোগিতায় এই মানসিকতা নিয়ে খেলা যায় না৷ টসটা গুরুত্বপূর্ণ ছিল ঠিকই, কিন্তু টস হারা মানে সেখানেই সব শেষ হয়ে গেল, তা নয়৷ টস হারা মানেই সব ছেড়েছুঁড়ে দিয়ে হাত-পা গুটিয়ে বসে পড়া নয়৷
স্বীকার করতেই হবে, ভারত হোমওয়ার্কটা দারুণ করেছিল৷ যেভাবে শিখর ধাওয়ান আর কোহলি ইনিংসটা তৈরি করল, মিসবাহকে আক্ষরিক অর্থেই দিশেহারা দেখাল৷ আলগা বলের জন্য অপেক্ষা করল ধৈর্য ধরে৷ যে মুহাম্মদ ইরফানের গতি আর উচ্চতা নিয়ে এত কথা, তাকে কার্যত নিষ্ক্রিয় করে দিল৷ হয়তো বড় ম্যাচের চাপ ছিল ইরফানের ওপর৷ পিচের ভেতরে ঢুকে আসার জন্য দু’বার ওকে সতর্ক করে দেওয়া হলো৷ ফলে রাউন্ড দ্য উইকেট বল করা ছাড়া ওর সামনে আর কোনো রাস্তা থাকল না৷ ওর বলের কামড় ওখানেই শেষ হয়ে গেল৷
কোহলি আর ধাওয়ান খুব বুদ্ধি করে স্ট্রাইক বদলে গেল৷ ধাওয়ান ওই সময় রানআউট না হলে পাকিস্তান আরও ৩০-৪০ রান দিত৷ ওদের শতরানের জুটির ফলে অজিঙ্ক রাহানের আগে সুরেশ রায়নাকে নামানোর বিলাসিতা দেখাতে পারল ধোনি৷ গোটা ইনিংস জুড়ে ডান হাতি-বাঁহাতি কম্বিনেশনের বিরুদ্ধে হাঁসফাঁস করল পাকিস্তানের বোলাররা৷ তার ওপর আমাদের বোলাররা অতিরিক্ত শর্ট বল করে গেল৷ এ রকম ব্যাটিং উইকেটে ফাস্ট বোলাররা যদি শেষে এই অস্ত্র বেছে নেয়, আর কিছু বলার নেই৷
সারা বিশ্ব জুড়ে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা যে ছেলেখেলা করেছে, সেটা পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট বোধহয় ভুলে গিয়েছিল৷ এক নয়, দুই নয়, তিনজন স্পিনার! লেগস্পিনার ইয়াসির শাহ নিজের দ্বিতীয় একদিনের ম্যাচেই ভেল্কি দেখাবে, এটা আশা করা বাড়াবাড়ি৷ ভারতীয় ব্যাটসম্যানরা ওকেই বেছে নিল৷ ৮ ওভারে ৬০-এর ওপর রান দিল৷ বাঁহাতি স্পিনার হারিস সোহেলের ওপর ভরসা করাও আর একটা বড় ঝুঁকি৷ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের উইকেটেও একেবারেই কাজে আসবে না৷
পাকিস্তানের বোলিংয়ে একমাত্র ইতিবাচক দিক সোহেল খানের ৫ উইকেট৷ কিন্তু তাতেও একবারের জন্যও মনে হয়নি, ভারত ৩০০ তুলতে পারবে না৷ কোহলি একাই পাকিস্তানের যা বারোটা বাজানোর বাজিয়ে দিল৷
টসের সময়ই মিসবাহ বলে দিয়েছিল, ইউনিস ওপেন করবে৷ তবু ৩০০ রান দেওয়ার পর ভেবেছিলাম পাকিস্তান এই পরিকল্পনাটা বদলাবে৷ ভেবেছিলাম আহমেদ শেহজাদের সঙ্গে শহিদ আফ্রিদি আসবে শুরুতে৷ কিন্তু দুঃখের বিষয়, টিম ম্যানেজমেন্টের মগজে সেটা ঢুকলই না৷ এটা এখন পরিষ্কার যে, ইউনিস ইদানীং একদিনের ম্যাচে খুব একটা ভালো খেলতে পারছে না৷ এই নির্মম সত্যিটা যত তাড়াতাড়ি দল বুঝবে, বিশ্বকাপে আমাদের তত লাভ হবে৷ ফর্মে ফেরার জন্য কিছু অদ্ভুত টেকনিক আমদানি করেছে৷ এতে আরও সমস্যায় পড়ছে৷ শর্ট বলে যেভাবে আউট হলো, সেটাই প্রমাণ হলো৷ ওপেনার না হলে নতুন বলে সমস্যা হবেই৷ তার ওপর ফর্মে না থাকলে তো কথাই নেই৷

রান সেভাবে উঠছে না দেখে শেহজাদ হঠাত তুলে মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিল৷ তার আগে পর্যম্ত ও বেশি ভালো খেলছিল, পাকিস্তানও ম্যাচে ছিল৷ এরপর আকমল আর শোয়েব মাকসুদ কোনো রান না করেই ফিরে যাওয়ার পর পাকিস্তানকে ম্যাচ বার করতে গেলে অঘটন ঘটাতে হত৷ মিসবার ৭৬ শুধু হারের ব্যবধানটাই যা একটু কমাল৷ উইকেটে কোনও জুজু ছিল না৷ স্রেফ দায়িত্বজ্ঞানহীনের মতো শট বাছাই পাকিস্তানকে ডোবাল৷ আর ইউনিসকে খেলাতে গিয়ে অনর্থক ব্যাটিং অর্ডার বদল করল৷
যাই হোক, শুরুতেই ধাক্কা খাওয়াটা একদিক থেকে পাকিস্তানের কাছে ভাল হলো৷ ১৯৯২ সালে আমরা পরপর তিনটি ম্যাচ হেরেছিলাম৷ তার মধ্যে ভারত-ম্যাচও ছিল৷ তারপরেও আমরাই চ্যাম্পিয়ন হয়েছিলাম৷ আপাতত ভারত ম্যাচের চাপটা ঘাড় থেকে নেমে গেছে৷ এবার গ্রুপের বাকি পাঁচটা ম্যাচ নিয়ে ভাবুক৷ যেটা করতে হবে, সেটা হলো সঠিক দল নামানো৷ যারা ফর্মে নেই তাদের না খেলিয়ে স্পেশালিস্টদের খেলাক৷ আগে পাকিস্তান, পরে ব্যক্তি৷ – আইসিসি ওয়েবসাইটে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া