adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলোচনা চালিয়ে যেতে একমত সরকার ও বিরোধী দল: বিএনপি

image_58826_0ঢাকা: নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে একমত পোষণ করেছে সরকারি দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিএনপির ওই বিবৃতিতে সফররত  জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে প্রধান দুই রাজনৈতিক দলের মহাসচিব পর্যায়ে বৈঠকের কথাও জানানো হয়।

অন্য এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে সরকার এক ঘরে হয়ে পড়েছে।তাই আন্দোলন বন্ধ করতে তারা নজিরবিহীন নির্যারতনের পাশাপাশি চক্রান্তের পথ বেছে নিয়েছে।”

বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীমের স্বাক্ষরিত বিএনপির বিবৃতিতে বলা হয়, “সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন দুই দলের নেতারা।”

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নীল ওয়াকারের গুলশান-১ নম্বরের বাসায় মঙ্গলবার বেলা দুইটায় এ বৈঠক হয়।

সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম  ছাড়াও আওয়ামী লীগের পক্ষে আরো উপস্থিত ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ ও গওহর রিজভী।

আর বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

মির্জা ফখরুলের পাঠানো বিবৃতিতে দাবি করা হয়, ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না। তিনি বলেন, “সরকার এসব রাজনৈতিক দলের নেতাদের ওপর চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখিয়ে নির্বাচনে অংশ নিতে বাধ্য করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই অপচেষ্টার নিন্দা জানাই।”

বিএনপি ও ১৮ দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী লোকেরা তুলে নিয়ে যাচ্ছেন, এমন অভিযোগ করে অবিলম্বে তাদের সন্ধান দেয়ার দাবি করেন ফখরুল।

মির্জা ফখরুল অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া