adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিয়ে বাংলাদেশ (সরাসরি)

নিজস্ব প্রতিবেদক : মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৮ রানে জিতে চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এক ম্যাচ হাতে রেখে আজই সিরিজটা জিতে নেবে টাইগাররা। পরিসংখ্যানও মাশরাফির দলের পক্ষেই কথা বলছে। সর্বশেষ ১১টি ম্যাচে জিম্বাবুয়ে কেবল পরাজয়ের তিক্ত স্বাদই উপহার দিয়েছে তারা। চিত্রটা চট্টগ্রামে বদলাবে না বলেই ধারণা সবার। এই মাঠটা টাইগারদের জন্য পয়া ভেন্যু হিসেবে বিবেচিত। এখানে সর্বশেষ ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে বাংলাদেশ। সবচেয়ে বড় কথা হল জিম্বাবুয়ের কাছে এই ভেন্যুতে কখনো হারেনি টাইগাররা।
এরপরও জিম্বাবুয়েকে সমীহ জানিয়েছেন মাশরাফি। বলেছেন, ‘ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। জিম্বাবুয়েকে ছোট করে দেখার কিছু নেই। তাদের সব সিনিয়র ক্রিকেটারই এসেছে এবং আমি জানি তারা তাদের সেরাটা খেললে আমাদের জন্য কঠিন হবে।’

এদিকে, বাংলাদেশের বিপক্ষে হারের বৃত্তে বন্দি জিম্বাবুয়েও আজকের ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চায়। প্রথম পাঁচ ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে। যদি একজন ব্যাটসম্যান বড় স্কোর করতে পারে তাহলে আমি মনে করি, আমরা জেতার মতো একটা রান করতে পারব। আমি খুশি যে আমরা গত ম্যাচে প্রতিন্দ্বন্দ্বীতা করতে পেরেছি। উইলিয়ামস ও জারভিস অসাধারণ ব্যাট করেছে। চেফাস দারুণ শুরু এনে দিয়েছিল। কিন্তু কিছু জায়গা আছে যা নিয়ে আমাদের কাজ করতে হবে। মূল জায়গা হচ্ছে প্রথম পাঁচ ব্যাটসম্যান।’

বাংলাদেশের একাদশ: মাশরাফি (অধিনায়ক), মুশফিকুর রহিম মাহমুদুল্লাাহ, ইমরুল কায়েস, লিটন দাস, ফজলে মাহমুদ, মোহাম্মদ মিতুন, মেহদি হাসান, মো: সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, আবু হায়দার রনি, , নাজমুল হোসেন শান্ত

জিম্বাবুয়ের একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক) কেফা জুহোয়া, ব্রেন্ডন টেলর , ক্রেগ আর্ভিন, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস, পিটার মুর, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জারভিস, তেন্ডাই চাতারা, সলোমন মায়ার, এলটন চিগুম্বুরা, রিচার্ড নগারভা, জন নিউমুবু ওয়েলিংটন মাসাকাদজা, তরিসাই মুসাকান্দা

https://www.youtube.com/watch?v=fr4JwA7DbzA

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া