adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডনের প্রতিবেদন – বাংলাদেশ পাকিস্তানে খেলবে কি না, ৪৮ ঘণ্টার মধ্যে পিসিবিকে জানাবে বিসিবি

স্পাের্টস ডেস্ক : জানুয়ারি মাসের শেষ দিকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে কী খেলবে না, আজ বুধবার থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা পরিষ্কার করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ডন’ এর এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ড প্রধান একে অপরের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে কথা বলেছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি গুরুত্বপূর্ণ সূত্রের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে দুই দেশের টেস্ট সিরিজের দোলাচল নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। এ সময় পাপন তাকে ইতিবাচক সাড়া দিয়েছেন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওই বিশ্বস্ত সূত্রটি ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে সেদেশে সফরের বিষয়ে আশ্বস্ত করেছেন পাপন। দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। পাপন বাংলাদেশ ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পিসিবি প্রধানকে জানাবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ২ ম্যাচ টেস্ট এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ দল পাঠাতে বিসিবিকে অনুরোধ করেছে পিসিবি।

বিসিবি থেকে আগেই জান নো হয়েছে পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। তবে পাক ডেরায় টেস্ট খেলতে চায় না অধিকাংশ টাইগার ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। নিরাপত্তা শংকায় দীর্ঘ সময় পাকিস্তানে থাকতে চায় না তারা। যদিও দেশটিতে যেতে আপত্তি নেই বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া