adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার বিকালে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

Z20141016151418হুমায়ুন সম্রাট : আজ শুক্রবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকেল ৫টা ২০মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নামবে বাংলাদেশের এই প্রতিপক্ষ। এ সফরে স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে  সফরকারীরা খেলবেন ৩টি টেস্ট ম্যাচ ও ৫টি ওয়ানডে ম্যাচ। 
২৫-২৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম টেস্ট শেষে দু’দল রওনা হবে খুলনার উদ্দেশ্যে। সেখানে ৩-৭ নভেম্বর পর্যন্ত শেখ আবু নাসের স্টেডিয়িামে দু’দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আবারও স্থান পরিবর্তন করবে দু’দল। বন্দরনগর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২-১৬নভেম্বর  বাংলাদেশ ও জিম্বাবুয়ে খেলবে ৩য় ও শেষ টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজ শেষে দু’দল মুখোমুখি হবে ৫ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের মিশনে। ২১ ও ২৩ নভেম্বর (শুক্র ও রবিবার) প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দুটি দুপুর ১.৩০মিনিটে শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। এরপর সিরিজের বাকী ৩টি ওয়ানডে ম্যাচ খেলার জন্য দু’দল ফিরে আসবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ৩য় ওয়ানডে, ২৮ নভেম্বর ৪র্থ ওয়ানডে এবং ১ডিসেম্বর  ৫ম ও সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ গুলো শুরু হবে দুপুর ১.৩০মিনিটে। বাংলাদেশ সিরিজ শেষে জিম্বাবুয়ে দল উড়াল দিবে ২ ডিসেম্বর। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া