adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্লাসিক লুকে শক্তিশালী ইঞ্জিনের বাইক আনল হোন্ডা

ডেস্ক রিপাের্ট : ক্লাসিক লুকে শক্তিশালী ইঞ্জিনে নতুন বাইন আনল হোন্ডা। মডেল হোন্ডা এইচ’নেস সিবি ৩৫০। ১৯৬০-৭০ সালের দিকে গোল হেডলাইট রয়েছে নতুন এই বাইকে। দুটো মডেলে পাওয়া যাবে এই বাইক। একটি ডিএলএক্স অন্যটি ডিএলএক্স প্রো। হর্ন রয়েছে দুটো। স্মার্টফোন ভয়েস কন্ট্রোল রয়েছে।

নতুন নয় ধরনেরর অ্যাপলিকেশন থাকছে বাইকটিতে। বাইক প্রেমীদের লক্ষ্য করেই এই বাইক বাজারে নিয়ে এসেছে হোন্ডা। ১৯ ইঞ্চির অ্যালোয় চাকা সামনে। পিছনে থাকবে ১৮ ইঞ্চির চাকা সঙ্গে টিউবলেস টায়ার। ডিস্ক ব্রেকও থাকছে এই বাইকে। ইঞ্জিনের কার্যক্ষমতা ২০.৮ বিএইচপিতে ৫,৫০০আরপিএম।

মনে করা হচ্ছে ভারতে দাম হতে পারে ১.৯০ লাখ রুপির মধ্যে (এক্স- শোরুম)। তবে চূড়ান্ত দাম কত হতে পারে তা এখনও নির্ধারিত হয়নি।

বাইকটি প্রতিদ্বন্দ্বীতা করবে রয়েল এনফিল্ডের সঙ্গে।
একেবারে রেট্রো স্টাইলের বাইকটি ৩৫০- ৫০০ সিসিতে পাওয়া যাবে বাইকটি। ইতিমধ্যে, মর্ডান ক্লাসিক সেগমেন্টে জায়গা করেছে এই বাইক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া