adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুপুরে খাগড়াছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

imagesখাগড়াছড়ি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িতে আসছেন সোমবার দুপুরে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতিসহ দলীয় নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততম সময় কাটাচ্ছেন।

খাগড়াছড়ির পৌর শহরের রাস্তা-ঘাট নতুনভাবে সাজানো হয়েছে। পৌর শহরে শাপলা চত্বরকে সাজানো হয়েছে অপূর্ব সাজে।  গুরুত্বপূর্ণ সড়কে ও স্থাপনায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তোরণ তৈরি ও ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে।
এ সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়াও তিনি খাগড়াছড়ি জেলা অওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। 
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা জানান, বর্তমান সরকারের আমলে খাগড়াছড়িতে প্রায় ৭শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকালীন আরও ৩২০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা সর্বশেষ গত ১৯৯৮ সালের ১০ জানুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন শান্তিবাহিনীর অস্ত্রসমর্পণ অনুষ্ঠানে এসেছিলেন। এরপর তিনি আর খাগড়াছড়িতে আসেননি। তাই এবারের শেখ হাসিনার খাগড়াছড়ি সফর অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এলাকার মানুষরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া