adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নকিয়া – ৮২১০ মাদক ব্যবসায়ীদের পছন্দের সেট

nokia-1422872893ডেস্ক রিপোর্ট : সবাই যেখানে স্মার্টফোন ব্যবহারে আগ্রহী, সেখানে মাদক ব্যবসায়ীরা আগ্রহী নকিয়ার অনেক পুরেনো মডেলের ফিচারফোন ‘৮২১০’ ব্যবহারের জন্য। নতুন মডেলের আইফোন কিংবা অ্যান্ড্রয়েড নয়, ১৬ বছর আগেকার নকিয়া ৮২১০ মডেলের মোবাইলটিই যুক্তরাজ্যের মাদক ব্যবসায়ীদের কাছে এখনও জনপ্রিয় বলে, এক খবরে জানিয়েছে ইয়াহু নিউজ।
ইয়াহু নিউজের এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ মেয়াদে চার্জ ধরে রাখার ক্ষমতা ও ট্র্যাক করা পুলিশের পক্ষে কঠিন হওয়ার কারণেই নকিয়া ৮২১০ ফোনটি ব্যাপক জনপ্রিয় যুক্তরাজ্যের মাদকবিক্রেতা ও মাদকসেবীদের কাছে। বার্মিংহামে মোবাইলের দোকানগুলোতে পুরোনো এই সেটটির স্টক আসার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। বিক্রিও হচ্ছে বেশি দামে। অনেকে ৫০ ডলার সমমূল্যের কোকেনের বিনিময়েও সেটটি কিনতে চান।
এক মাদক বিক্রেতা ইয়াহু নিউজকে জানান, স্মার্টফোনগুলোর মাধ্যমে পুলিশ সহজেই মাদক ব্যবসায়ীদের ট্রাক করতে পারেন। কিন্তু নকিয়া ৮২১০ হ্যান্ডসেটটি পুলিশের পক্ষে ট্রাক করা কঠিন এবং এই মোবাইল দীর্ঘ ব্যাটারি সক্ষমতার অধিকারী। এ ছাড়া নকিয়ার এই সেটটিতে ইনফ্রারেড পোর্ট থাকায় মাদক ব্যবসায়ীরা সিমকার্ড সোয়াপিং ছাড়াই যোগাযোগে বিশেষ সুবিধা পান।
এ ছাড়া গ্রাহক পর্যায়েও নকিয়া ৮২১০ হ্যান্ডসেটটি এখনও জনপ্রিয়। অনলাইনে পণ্য কেনাচেবার সাইট ই-বে তে এই হ্যান্ডসেটটি ৩০ ডলারে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। যা বাজারের বর্তমান অনেক ফিচার ফোনের দামের তুলনায় বেশি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া