adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লাখো কণ্ঠে সোনার বাংলা সমালোচিত মন্ত্রী আসাদুজ্জামান নূর

নিজস্ব প্রতিবেদক : ২৬ মার্চ স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে সোনার বাংলা  গেয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ। একসঙ্গে সবচেয়ে বেশি কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ড করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম এখন আনুষ্ঠানিকভাবে ওঠার বাকি। কিন্তু এ আয়োজনকে ঘিরে বিতর্ক আর সমালোচনা শেষ হচ্ছে না। সমালোচিত হচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও।সমালোচনা হচ্ছে, এই আয়োজন থেকে লাভবান হয়েছে মন্ত্রী নূরের প্রতিষ্ঠান। তিনি আবার ওই জনসংযোগ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।লাখো কণ্ঠে সোনার বাংলার মূল উদ্যোক্তা সংস্কৃতি মন্ত্রণালয়। আর এর আয়োজনে ছিল বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের সহযোগী প্রতিষ্ঠান ফোরথট পিআর। এই প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রীর স্বার্থ সরাসরি জড়িত।গত মঙ্গলবার ফোরথট পিআরের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, প্রতিষ্ঠানটির করপোরেট পরিচিতিতে  এমডি হিসেবে আসাদুজ্জামান নূরের নাম ও ছবি রয়েছে। তার দুই পাশে আলী যাকের (চেয়ারম্যান, এশিয়াটিক গ্রুপ) ও সারা যাকেরের (পরিচালক, এশিয়াটিক গ্রুপ) ছবি ও পরিচয়।কিছুদিন আগে মন্ত্রী আসাদুজ্জামান নূর  জানিয়েছিলেন, এই অনুষ্ঠান আয়োজন করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের ৫০ কোটি টাকা খরচ হবে। তবে এর বাইরেও সরকারের আরো ৪০ কোটি টাকা ব্যয় হবে বলে তখন জানা গিয়েছিল।সরকারি দায়িত্বের পাশাপাশি  বেসরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে থাকায় সংস্কৃতিমন্ত্রীর বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে তার নিজের প্রতিষ্ঠান সরাসরি লাভবান হওয়ায় সমালোচনাও হচ্ছে ব্যাপক।ফোরথট পিআর প্রতিষ্ঠানটি বিতর্কিত বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জি বা জিসিএম রিসোর্সের হয়েও কাজ করে। ফোরথটের ওয়েবসাইটে তাদের গ্রাহক তালিকায় জিসিএম রিসোর্সেস বা এশিয়া এনার্জির নাম রয়েছে।লাখো কণ্ঠে সোনার বাংলা আয়োজনে প্রথম বিতর্কের জন্ম হয় ইসলামী ব্যাংকের কাছ থেকে স্পন্সরশিপ বাবদ তিন  কোটি টাকা নেয়ার পর। তখন সরকারের সমালোচনায় তোলপাড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বেশকিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এ অনুষ্ঠান বর্জনের ডাক দেয়। পরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ঘোষণা করেন, ইসলামী ব্যাংক থেকে কোনো টাকা নেয়া হয়নি। চাইলে আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন। কিন্তু ২৩ মার্চ সরকার টাকা নেয়ার কথা স্বীকার করে এবং তা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া