adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝাড়–দার থেকে কোটিপতি

Lottery jackpot winnerআন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিনের মত রাস্তা ঝাড়– দেয়ার এক ফাঁকে ক্লান্ত জোসেফ হুইটিং তার লটারিটি পরীক্ষা করে দেখলেন ফলাফলের সঙ্গে। আরে ঠিকইতো তার টিকিটখানাই মিলে যাচ্ছে সাড়ে চার মিলিয়ন পাউন্ডের প্রথম পুরস্কারের সঙ্গে। মানে ৪৫ লাখ পাউন্ডের মালিক এখন তিনি। কিন্তু তা বিশ্বাস হল না জোসেফের। তাই তিনি ফের রাস্তা ঝাড়– দিতে গেলেন।
অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে উত্তর লন্ডনের রাস্তায়। ওই লটারির ফলাফলের মাত্র ৯ মিনিট যখন বাকি তখন শেষ মুহুর্তে জোসেফ টিকিটটি কেনেন। মনে ইচ্ছে ছিল যদি জিতে যান তাহলে ছেলেমেয়েকে নিয়ে ছুটিতে আমিরাত বেড়াতে যাবেন। ৪২ বছরের জোসেফের তাই কিছুতেই বিশ্বাস হচ্ছিল না সত্যিই তিনি লটারি জিতেছেন। যখন টিকিটের ৬টি সংখ্যাই মিলে গেল কিছুতেই বিশ্বাস হচ্ছিল না জোসেফের। চোখে তখন চশমা ছিল না। চশমা লাগিয়ে আরো তিন চারবার পরীক্ষা করে দেখলেন সত্যিই তার টিকিটের নম্বরের সঙ্গে ফলাফল মিলে যাচ্ছে। তারপর তিনি তা তার মা’কে জানান। ক্যামডেনে তার মায়ের সঙ্গে থাকেন জোসেফ। কিন্তু মা জোসেফের কথা শুনে বিশ্বাস না করে বললেন, বাছাধন এত সকালে কৌতুক করার মত এখনো যথেষ্ট সময় হয়নি। কিন্তু লটারির টিকিটটি রেখে দেয়ার কথাই বললেন জোসেফের মা।
1411411634361_wps_19_Road_sweeper_Joseph_Whitiপরও জোসেফের বিশ্বাস না হওয়ায় তিনি রাস্তা ঝাড় দেয়ার কাজে চলে যান। কিন্তু কাজে মন বসাতে পারছিলাম না। মনে হয় ১’শ বার পরীক্ষা করলেও আমার বিশ্বাস হবে না যে আমি লটারি জিতেছি। শেষ পর্যন্তু জোসেফ ঘরে ফিরে এলেন এবং লটারি কর্তৃপক্ষকে জানিয়ে নিশ্চিত হলেন, তিনিই জিতেছেন। তারপর গত ১৪ বছর ধরে রাস্তায় ঝাড় দেয়ার যে কাজ জোসেফ করছিলেন, মনস্থির করলেন তা আর তিনি করবেন না। কিন্তু কাজটি নেহাত মন্দ ছিল না। চমতকার এক দলের সঙ্গে তিনি কাজ করতেন। তবে ভোর চারটায় উঠে কাজে যাওয়ার কথা তিনি কখনো ভুলবেন না। ডেইলি মেইল থেকে

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া