adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওসাসুনার মাঠ থেকে শূন্য হাতে ফিরলো রিয়াল মাদ্রিদ সেনারা

স্পোর্টস ডেস্ক : মাঠে তুষারপাতের বিরূপ আবহাওয়ার মাঝে ওসাসুনার রক্ষণাত্মক কৌশলের সঙ্গে পেরে উঠল না রিয়াল মাদ্রিদ। পয়েন্ট খুইয়ে হারাল লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ। প্রতিপক্ষের মাঠ এল সাদারে শনিবার রাতে লা লিগার ম্যাচে গোলশূন্য ড্র করেছে চ্যাম্পিয়নরা।

প্রতিকূল পরিবেশে বল দখলে আধিপত্য করলেও আক্রমণে ভালো করতে পারেনি রিয়াল। গোলের উদ্দেশে তাদের নেওয়া ৯ শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। বিপরীতে অবনমন অঞ্চলের দল ওসাসুনার আট শটের দুটি লক্ষ্যে। সফরকারীরা অবশ্য দুবার জালে বল পাঠিয়েছিল, কিন্তু দুবারই বাজে অফসাইডের বাঁশি। অনবরত তুষারপাতে ওসাসুনার সবুজ আঙিনা অনেক জায়গা রূপ নিল সাদাবর্ণ। কখনও বলের গতি কমে যাচ্ছিল আবার কখনও দিক পাল্টাচ্ছিল। ভেজা ঘাসে ভারসাম্য রাখতেই ভুগেছেন ফুটবলাররা, খেলতে পারেননি নিজেদের স্বাভাবিক খেলা।

পয়েন্ট হারালেও অপরাজেয় পথচলা ধরে রাখার স্বস্তি আছে রিয়ালের। এই নিয়ে লিগে টানা আট ও সব প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ অপরাজিত দলটি। ১৮ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮, তিনটি ম্যাচ কমও খেলেছে তারা। দিনের আরেক ম্যাচে গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিয়ারিয়াল। – বিডিনিউজ/ মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া