adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেরার ম্যাচেই সবচেয়ে বাজে বোলার মোস্তাফিজ!

Mustafiz_1স্পাের্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমান ভারতে পা রেখেই যোগ দিয়েছেন দলে। এই ম্যাচেই খেলছেন। সাথে দশম আসরের সম্ভাব্য সেরা তরুণ প্রতিভা রশিদ খান। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ দারুণ শক্ত। বোলিংয়ে এমন বৈচিত্র্য। টসের পর তাই দ্য ফিজের ফেরার খবর দিয়ে লাইভে খুব তৃপ্তির হাসি হেসেছিলেন কাটার মাস্টারের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু ওয়াংখেড়ে বুধবার রাতের ম্যাচের পর আর সেই হাসি থাকেনি ওয়ার্নারের মুখে। বরং মোস্তাফিজের ফেরাটাকে দারুণ বিবর্ণ করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স! বর্তমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চ্যাম্পিয়ন সানরাইজার্সকে বেশ সহজেই হারিয়েছে তারা। ৮ বল হাতে রেখে। ৪ উইকেটে। মোস্তাফিজও খুব মার খেলেন।
এবারের আইপিএলে এটা ২০১৫ এর চ্যাম্পিয়ন মুম্বাইয়ের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়। টানা দুই ম্যাচ জিতে দশম আসরে প্রথম হারের স্বাদ পেল সানরাইজার্স। আর তাও বাংলাদেশের বিস্ময় পেসার ফিজের ফেরার ম্যাচে! ২.৪ ওভারে ১২.৭৫ ইকোনোমিতে দিয়েছেন ৩৪ রান। ৩টি চারের মার খেয়েছেন। ২টি ছক্কারও শিকার হয়েছেন মোস্তাফিজ। ওভার প্রতি রান দেওয়ার হিসেবে ম্যাচের সবচেয়ে বাজে বোলার ২১ বছরের মোস্তাফিজ! মুম্বাইয়ের ক্রুনাল পান্ডিয়া ১ ওভারে ১২ রান দেওয়ার পর আর বলই পাননি হাতে।
মোস্তাফিজ প্রথম ওভার করতে এসেই দিয়েছিলেন ১৯ রান! টানা তিন বাউন্ডারির শিকার তাকে দেখতে না দেখতে বানিয়ে ফেলেছেন পার্থিব প্যাটেল। ক্যারিয়ারে ১ ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়ার পর রহস্য বোলার ফিজ নিজেকে ফেরাতে পারেননি কাটার। মোস্তাফিজের দশম আইপিএল তাই শুরু হলো হার দিয়ে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া