adv
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া বললেন- ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা উচিত ছিল

1948038ডেস্ক রিপোর্ট: উপমহাদেশের কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো না কারণ এই সরকার গুণিজনদের সম্মান করতে জানে না।
বুধবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়া ফিরোজা বেগমের ইন্দিরা রোডের বাসায় গিয়ে মন্তব্য করেন।
এ সময় তিনি ফিরোজা বেগমের শোক শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। খালেদা জিয়া এ সময় ফিরোজা বেগমের দুই ছেলে সাফিন আহমেদ ও হামিম আহমেদের সঙ্গে কথা বলেন ও তাদের সান্ত্ব—না দেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীবুন নবী খান সোহেল, খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য শাম্মি আকতার, জাসাস নেতা এম এ মালেক, সংগীত শিল্পী ও বিএনপি নেতা মনির খান, আশরাফ উদ্দিন উজ্জ্বল, হেলাল খান প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম ইন্তেকাল করেন।
তিনি ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ফিরোজা বেগম বিশিষ্ট সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার কমল দাসগুপ্তের স্ত্রী। নজরুল সংগীতে তার অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা পদক, একুশে পদক, নজরুল একাডেমি পদক। এছাড়া কলকাতায় বঙ্গ সম্মানেও ভূষিত করা হয় তাকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া