adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা সরকারের

ঢাকা: বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার ফাঁকা জায়গায় ব্যাংকের জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ওই ব্যাংকের জায়গার দেয়াল ভেঙে দেয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধারে ছাত্রদের সঙ্গে আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘ব্যাংকের জায়গার দেয়াল ভেঙে দেয়ায় দেশের দেড় কোটি সমবায়ী কষ্ট পেয়েছেন। সমবায়ীদের সঙ্গে আমিও কষ্ট পেয়েছি। এটা দুঃখজনক।’

রাঙা বলেন, ‘সমবায় ব্যাংকের ৬ কাঠা জায়গায় দেয়াল করা হয়েছে। কারণ ওখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘সমবায় ব্যাংকের ছয় কাঠার ওই জমিটিতে ব্রিটিশ আমলে বঙ্গ-আসাম কো-অপারেটিভ ব্যাংক ছিল। পরে পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান কো-অপারেটিভ ব্যাংক করা হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কো-অপারেটিভ ব্যাংক হিসেবে ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘ছাত্রদের হল উদ্ধার আন্দোলন যৌক্তিক। কিন্ত হল উদ্ধারের নামে যা হচ্ছে তা দুঃখজনক।’

ইতিমধ্যে হল উদ্ধারের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ রয়েছেন। তিনি তার সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন বলে জানান প্রতিমন্ত্রী।

জায়গাটি যাতে সমবায়ীদের থাকে সেজন্য ছাত্রদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সমবায়  প্রতিমন্ত্রী বলেন, ‘তৃতীয় কোনো পক্ষ যাতে সুবিধা নিতে না পারে।’

অবৈধ দখলকারীদের হাত থেকে আবাসিক হল উদ্ধারের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে সমবায় ব্যাংকের একটি জায়গা দখল করে। পরে ওই জমির প্রবেশ ফটকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ব্যানার লাগিয়ে দেয় শিক্ষার্থীরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া