adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হারের বৃত্তেই থাকলো শেখ রাসেল, হোচঁট মোহামেডানের

স্পোর্টস ডেস্ক : ব্যর্থতার বৃত্ত থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার তারা হেরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে। প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে হোঁচট খেয়েছে ঐতিহ্যের ‘কঙ্কাল’ হয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবও।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার (১২ মার্চ) শেখ রাসেলকে ৩-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ। জয়ী দলের তিন গোলদাতা সোমা ওতানি, দিদারুল আলম ও আমিনুর রহমান সজীব। টানা দুই ম্যাচ হারের পর জয় পেল মুক্তিযোদ্ধা সংসদ। আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানি থেকে দশম স্থানে উঠে এসেছে তারা। টানা পাঁচ ম্যাচ হারা শেখ রাসেল ৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে অবনমন অঞ্চলে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে মোহামেডানকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে উত্তর বারিধারা। টেবিলের উপরের দিকে থাকার লক্ষ্য নিয়ে লিগ শুরু করেছিল মোহামেডান। সেই লক্ষ্য পূরণের পথ আরও কঠিন হয়ে গেল। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সাদা-কালোরা। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে উত্তর বারিধারা।

দিনের আরেক ম্যাচে, সিলেট জেলা স্টেডিয়ামে শেষ দিকে জমে ওঠা ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। তৃতীয় স্থানে থাকা শেখ জামাল ধানম-ি ক্লাবের পয়েন্ট ১৬। রহমতগঞ্জের বিপক্ষে জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পুলিশ এফসি। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে চট্টগ্রাম আবাহনী। সাইফ স্পোর্টিং ১১ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। – বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া