adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আশঙ্কা বিশেষজ্ঞদের

image_63947_0ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ‘তড়িঘড়ি’ বলে আখ্যায়িত করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে কমিশন আরও কয়েকদিন পরে এ তফসিল দিতে পারতো বলে তাদের ধারণা। কেউ এতে ‘অবাক’ হয়েছেন কেউ আবার ‘গ্রহণযোগ্য’ নির্বাচন নিয়ে ‘আশঙ্কাও’ প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞদের মতে প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ব্যর্থ হয়েছে। এ তফসিলের মধ্য দিয়ে দেশ ‘রক্তক্ষয়ী সংঘর্ষের’ দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনার পথ বন্ধ হয়ে গেছে বলেও তাদের ধারণা।

নির্বাচন বিশেষজ্ঞ ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ তফসিল ঘোষণায় ‘অবাক’ হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি অবাক হয়েছি। সিইসি সমঝোতার জন্য সময় দেয়ার কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করে কী ঘটলো যে, একদিন পার হতেই  জরুরি ভিত্তিতে তফসিল ঘোষণা করতে হয়েছে।’

বিরোধীদলকে বাদ দিয়ে নির্বাচন হলে দীর্ঘমেয়াদী সহিংসতার আশঙ্কা আছে বলেও জানান বদিউল আলম। এ নির্বাচন বিশেষজ্ঞ বলেন, ‘প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন কীভাবে হয়? এভাবে নির্বাচন হলে বরং অশান্তি ছড়িয়ে পড়বে। বিরোধীদল একদিকে ‘প্রতিহত’ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে সরকারি দল তাদের বিরুদ্ধে অবস্থান করবে বলেও জানিয়েছে। এমন পরিস্থিতিতে আসলে কী ঘটে বলা যায় না।’

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সব দলের অংশগ্রহণে দশম জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’

এ তফসিল ঘোষণা ‘কুইক’ হয়েছে বলে জানিয়েছে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) চেয়ারপার্সন মুনিরা খান। বাংলামেইলকে তিনি বলেন, ‘আমাদের জন্য সমস্ত পরিস্থিতি দুঃখজনক। শান্তিপূর্ণ ইলেকশন দেখতে চাচ্ছিলাম। সিইসির সে দায়িত্ব আছে, তিনিই সুষ্ঠু একটা ইলেকশনের ব্যবস্থা করবেন। অথচ কুইক একটা সিডিউল ঘোষণা করে দেয়া হয়েছে।’

স্বল্প সময়ে অনেক প্রার্থী চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘২ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময় হলে অনেকে ইলেকশনের চিন্তা করলেও অংশ নিতে পারবে না। ভালো প্রার্থী পেতে হলে যে সময় দেয়া প্রয়োজন ইসি তা দেয়নি। আরও ১০ দিনও পিছিয়ে দিলে এমন কোনো অসুবিধা হতো না। অনেক দল আছে, তারাও এতো তাড়াতাড়ি ভালো প্রার্থী দিতে পারবে না। আমাদের আর লংটার্ম অবজারভেশনের কোন সময় থাকলো না। খুবই কুইক ডিসিশন নেয়া হয়েছে।’

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান বলেন, ‘আমরা আসলে চোখের সামনে দুই জোট দেখছি। কিন্তু তাদের মধ্যে অনেকগুলো দল আছে। আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাইছি। কিন্তু তার জন্য সব প্রক্রিয়া পূর্ণাঙ্গ হওয়া উচিত। নির্বাচন কমিশন সেটা করেনি।’

এভাবে নির্বাচনের দিকে এগুলে ‘রক্তক্ষয়ী সংঘর্ষের’ দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন এ নির্বাচন বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘আলোচনার পথ ছিলো। সরকারকেই সে উদ্যোগ নেয়ার দরকার ছিলো। কিন্তু আমি কনফার্ম আমরা যেভাবে এগুচ্ছি, এভাবে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকেই যাচ্ছি। মাত্র সাত দিনের মধ্যে মনোনয়ন পত্র দাখিলের সময় বেঁধে দেয়া হয়েছে। এটা কীভাবে সম্ভব? এতো স্বল্প সময়ের সবকিছু করলে কোনোভাবেই নির্বাচন গ্রহণযোগ্য হওয়া সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘এ নির্বাচন ১৫ ফেব্রুয়ারির চেয়েও ভয়ঙ্কর হবে। এতে সাধারণ মানুষ খুব সাফারার হবে। এর সমাধানের কোনো পথে আমার জানা নেই। কীভাবে সমাধান আমি জানি না। তবে সমাধান হতেই হবে, নইলে পরিস্থিতি ভয়াবহ হবে।’

তবে জানিপপের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন অন্য কথা। সাংবিধানিক প্রতিষ্ঠান বলে ইসির হাত-পা বাঁধা বলে মন্তব্য করেন তিনি। বাংলামেইলকে বলেন, ‘যেহেতু কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এবং ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা আছে, তাই আমি মনে করি আর অপেক্ষা করার কোনো সুযোগ ছিলো না। কমিশন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সাংবিধানিক বডি বলে তাদের হাত-পা বাঁধা।’

এমন পরিস্থিতিতে আগামী নির্বাচনকে ‘চ্যালেঞ্জিং’ আখ্যায়িত করেন তিনি। তিনি বলেন, ‘সব দল যদি অংশ নেয়, তাহলে একটা উৎসব মুখর পরিবেশ বজায় থাকবে। বিরোধী দল অংশ না নিলে হয়তো সে উৎসবটি আর থাকবে না। এটা অনেকটা ঘড়ির কাঁটার মতো। একদিকে হেলে থাকলে গুণগত বিচারটাও সেরকমই হবে।’

তবে বিরোধীদল নির্বাচনে না এলেও তাদের সীমারেখা অতিক্রম করা ঠিক হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘বিরোধী দল তারা তাদের রাজনৈতিক কৌশলগত কারণে হয়তো বিরোধিতা করছেন। এমনটি করার অধিকারও তাদের আছে। কিন্তু যখনই অন্যদের বাধা দেয়ার চেষ্টা করবেন তখনই সীমারেখা অতিক্রম হয়ে যাবে। এ রেখা অতিক্রম করা ঠিক হবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া