adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজাল ব্যাংক কোষাধ্যক্ষের পদত্যাগ – ৩০ জুনের মধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু

jakia..philiphine_110136ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে যতটুকু উদ্ধার করা গেছে, তা আগামী ৩০ জুনের মধ্যে ফেরত দেয়ার পরামর্শ দিয়েছেন ফিলিপাইন সিনেটের প্রেসিডেন্ট রালফ জি. রেক্টো। ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট অ্যাকুইনোর মেয়াদ শেষ হবে ৩০ জুন। এ জন্যই ওই তারিখের মধ্যে উদ্ধার হওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দেয়া উচিত বলে মনে করেন ফিলিপাইন সংসদের উচ্চকক্ষের এই গুরুত্বপূর্ণ সদস্য।

এদিকে রিজার্ভ কেলেঙ্কারির জেরে পদত্যাগ করলেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের কোষাধ্যক্ষ রাউল ভিক্টর তান। এক চিঠিতে ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে এ সম্পর্কে জানায় রিজাল ব্যাংক কর্তৃপক্ষ। তবে, তার পদত্যাগের কারণ জানানো হয়নি।

এর আগে জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোসহ বেশ কয়েকজনকে বরখাস্ত করে রিজাল ব্যাংক। তবে, পদত্যাগের ঘটনা এটাই প্রথম।

ফিলিপাইনের মানি লন্ডারিং প্রতিরোধ কাউন্সিল (এএমএলসি) ম্যানিলা আঞ্চলিক বিচারিক আদালতে উদ্ধার হওয়া অর্থ বাজেয়াপ্ত করে এর প্রকৃত মালিককে ফেরত দেয়ার জন্য সম্প্রতি মামলা করে। আদালত গত সোমবার এ অর্থের ওপর ২০ দিনের সাময়িক সংরক্ষণ আদেশ জারি করেছে। আগামী ২ মে এর ওপর প্রাথমিক শুনানি হবে।

এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া আবাদ জানান, উদ্ধার হওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দিতে তিন মাস সময় লাগতে পারে।

সিনেটর রেক্টো বলেন, 'যতটুকু অর্থ উদ্ধার হয়েছে, তা বাংলাদেশকে ফেরত দিতে ৩০ জুন হোক আমাদের সময়সীমা। ওই দিন নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার আগেই কাজটি হওয়া উচিত। আমি বলছি না, চুরি হওয়া অর্থ মিনিটের মধ্যেই ফেরত দেয়া উচিত। একটি প্রক্রিয়া তো রয়েছেই। তবে তা কয়েক মাস হওয়া উচিত হবে না।'

আদালতে এএমএলসির মামলায় জড়িত অর্থের মধ্যে রয়েছে ব্যবসায়ী কিম অংয়ের দুই দফায় জমা দেওয়া প্রায় ৫৪ লাখ ডলার। এর বাইরে রয়েছে তিনটি ফ্রিজ করা অ্যাকাউন্টে দুই লাখ ২০ হাজার ডলার। অং গত সোমবার তৃতীয় দফায় আরও প্রায় ৪৪ লাখ ডলার এএমএলসির কাছে জমা দিয়েছেন। এ অর্থের বিষয়েও একই ধরনের মামলা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া