adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ – বেধরক পেটালো পুলিশ, আহত ৩৫

আইএইচটি শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশন (ছবি : স্বপন)ডেস্ক রিপোর্ট : ১০ দফা দাবিতে বরিশালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল নগরীর বান্দরোডস্থ শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে তারা সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ কমপক্ষে ৩৫ শিক্ষার্থী আহত হয়। এখন পর্যন্ত পুলিশ আটজনকে আটক করেছে।
এদিকে সংঘর্ষ চলাকালে হাসপাতালের সকল ওষুধের দোকান বন্ধ করে দেওয়া হয়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন রোগীরা। শিক্ষার্থীরা জানান, অবিলম্বে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন, ৪ বছর মেয়াদী ডিপ্লেমা মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি কোর্স চালু, নতুন পদ সৃষ্টি,  আইনগত সমস্য নিষ্পত্তি, সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদমর্যাদা, উচ্চ শিক্ষা সম্প্রসারণে বিএসসি ও এমএমসি কোর্স চালু,Bangladesh University of Medical Seience and Technology গঠন করাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল ১০টায় শিক্ষার্থীরা বান্দরোডে মানববন্ধন শুরু করে। তাদের দাবি মেনে নিতে সরকারি দপ্তর থেকে কেনো আশ্বাস না আসায় তারা সড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
এ সময় পুলিশি হামলায় ৩৫ শিক্ষার্থী আহত হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ। আহত শিক্ষার্থীরা হাসপাতাল থেকে চিকিতসা নিচ্ছে।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখয়াত হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এতে পুলিশের সার্জেন্ট কামরুল ইসলাম ও কনস্টেবল বেল্লাল হোসেনসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া