adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কৃষকের ঈদ আনন্দ’ ঈদের পরদিন

EIDবিনোদন রিপোর্ট : আমের ভরা মওসুমে এবার পড়েছে মাহে রমজান ও ঈদুল ফিতর। তাই এবার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ সাজানো হয়েছে আমকে উপজীব্য করে। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবার অনুষ্ঠান ধারণের জন্য বেছে নিয়েছেন প্রাচীন গৌড় জনপদ ও আমের রাজধানী খ্যাত রাজশাহীকে। এবার আয়োজনে থাকছে সাত রকমের সাতটি ক্রীড়া। অংশ নিয়েছেন চাষি, চাষির বউ ও চাষির সন্তানরা। কৃষকের ঈদ আনন্দের আলাদা এক বিশেষত্ব ভেতরে ভেতরে তথ্যচিত্রের গাঁথুনি। এবারের তথ্যচিত্র আমকেন্দ্রিক। আমের বাজার, আমের বাগান ও আম নিয়ে দার“ণ দার“ণ কথামালা। এর ভেতরে ভেতরেই রয়েছে অনেক অজানা তথ্য। আমভক্ত একজন ইংরেজ পর্যটক ফ্রাইয়ার লিখেছিলেন, ভাল জাতের
পাকা আম গ্রিক পুরাণে বর্ণিত দানব ‘হেসপাইরিডেসের’ বাগানের বিখ্যাত সোনালি আপেলের চেয়েও সুস্বাদু। এরকম পাকা আমের স্বাদ পাওয়ার জন্য হারকিউলিসের মতো দুঃসাধ্য অভিযানের দরকার নেই। বঙ্গ দেশের গাঙ্গেয় পলিমাটি অঞ্চলে পৌঁছালেই তা নাগালে চলে আসে। এমন তথ্য ও গল্পের গাঁথুনি রয়েছে এবারের কৃষকের ঈদ আনন্দে। এবারের খেলাগুলোর সঙ্গে রয়েছে ছন্দের সহযোগ। যেমন খেলাগুলোর নাম- আমচাষিদের যুদ্ধ খেলা/ বালিশ মেরে জলে ফেলা, আম পেড়ে সাঁকো পার/ পথ নেই পালাবার, কে কটা খায় পাকা আম/ আম-পালোয়ান হবে নাম, ঝিনুক দিয়ে আম ছোলা/ বউ সাজাবে রসিক পোলা, ঝুড়ির ভেতর আম ফেলা/ বিষমুক্ত আমের খেলা, রশির আম কামড়ে আনা/ হাত দিয়ে ধরতে মানা, আমের জোরে শক্তি পাই/কলাগাছের মাথায় যাই। ‘কৃষকের ঈদ আনন্দ’ চ্যানেল আইতে প্রচার হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া