adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী ম্যাজিস্ট্রেটকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) লুৎফন নাহারকে উত্ত্যক্ত করার দায়ে মোয়াজ্জেম হোসেন(৩২) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মোয়াজ্জেম হোসেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আলীপুর গ্রামের পিয়ার হোসেনের ছেলে। তিনি ঢাকার পুলিশ হাসপাতালের কর্মচারী বলে জানা গেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির সাংবাদিকদেও বলেন, বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার লুৎফন নাহার স্থানীয় বাজারে ফল কিনতে যান। এ সময় সেখানে মোটরসাইকেলে থাকা দুই যুবক তাকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করেন।  
পরে বিষয়টি পুলিশকে জানালে স্থানীয় লোকজনের সহায়তায় রাতে মোটরসাইকেলসহ মোয়াজ্জেমকে আটক করে পুলিশ। এরপর রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) লুৎফন নাহার তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া