adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৬০ দাঁতের এক কিশোর!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অপারেশনের পর এক কিশোরের মুখ থেকে ২৩২টি দাঁত তুলতে সক্ষম হয়েছেন চিকিতসকরা। এখন তার মুখে দাঁত রয়েছে ২৮টি। 
মুম্বাইয়ের জেজে হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান ড. সুনন্দা দিওয়ারের তত্ত্বাবধানে সাত ঘণ্টা অপারেশনের পর আশিক গাভাইয়ের মুখের ডান পাশের চোয়াল থেকে দাঁতগুলো তোলা হয়। বিষয়টিকে ‘খুবই বিরল’ এবং ‘বিশ্বরেকর্ড’ বলে আখ্যায়িত করেছেন চিকিতসকরা।
চিকিতসক দিওয়ার বলেন, এটাকে টিউমারের মতো মনে হচ্ছিল। প্রথমে আমরা মূল বিষয়টি বোঝা চেষ্টা করি। যখন আমরা এর মুখ খুলি তখন এর ভেতরে ছোট ছোট দাঁতের মতো বের হতে থাকে। এরপর দাঁতগুলো সংগ্রহ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি।
ত্রিশ বছরের ক্যারিয়ারে এর আগে এ ধরনের ঘটনা দেখিনি বলেও উল্লেখ করেন দিওয়ার। আশিক গাভাইয়কে ১৮ মাসের এ যন্ত্রণা থেকে মুক্তি দিতে দুই সার্জন ও দুই অ্যাসিস্ট্যান্টসহ চারজনের টিম কাজ করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া