adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি লিগ আয়োজনে আকাশ ছোঁয়া বাজেট নিয়ে মাঠে নামছে আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আকাশ ছোঁয়া বাজেটে অনেক আগেই। প্রতিটি ক্রিকেটারের লক্ষ্য এখন আইপিএলে জায়গা করে নেওয়া। যেখানে শুধু প্রতিযোগিতা থাকে না, সেখানে নগদ প্রবাহের কোনো শেষ নেই। অনেক দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ আছে কিন্তু আইপিএলের কাছাকাছি কোথাও নেই।
সংযুক্ত আরব আমিরাতের আমিরাত টি-টোয়েন্টি সিরিজ আসছে। ধনকে বলা হয় কুবেরদের দেশ। এখানে অনেক টাকা থাকবে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, এমিরেটস টি-টোয়েন্টি লিগ প্রতি মৌসুমে সেরা খেলোয়াড়দের দিবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা।
ক্রিকইনফো’র প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ৯ ধরনের ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে খেলোয়াড়দের। সর্বোচ্চ ক্যাটাগরির খেলোয়াড়দের দেয়া হবে ১ লাখ ১০ হাজার ডলার বোনাসের সঙ্গে পারিশ্রমিক দেয়া হবে ৩ লাখ ৪০ হাজার ডলার। আর সর্বনি¤œ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১০ হাজার ডলার।
তুলনা করতে গেলে আইপিএলে বেতন ভুক্ত শীর্ষস্থানীয় খেলোয়াড়রা প্রতি মৌসুমে পান ২০ লাখ ডলারেরও বেশি। পাকিস্তানের পিএসএলে শীর্ষস্থানীয় খেলোয়াড়রা পান ২ লাখ ডলার। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে সর্বোচ্চ শীর্ষস্থানীয় খেলোয়াড়রা পান ১ লাখ ৬৪ হাজার ডলার। অস্ট্রেলিয়ার বিগ-ব্যাশের শীর্ষস্থানীয় খেলোয়াড়রা পান ২ লাখ ৩৮ হাজার ডলার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানদ- অবশ্য প্রতি আসরের আগে ঠিক হয়। সেটাও সামান্য।
আগামী ৬ জানুয়ারি থেকে ৬টি দল নিয়ে শুরু হবার কথা রয়েছে আমিরাত টি-টোয়েন্টি লিগ। প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড়ের ১২ জন টেস্ট খেলুড়ে দেশের, ৩ জন আমিরাতের আর দুজন আইসিসির সহযোগী দেশগুলোর এবং একজন সংযুক্ত আরব আমিরাত অ-২৩ দলের। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া