adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার আসছে টানা অবরোধ!

nobebg-ot20131122032929ঢাকা: সরকার পতনের আন্দোলনে কৌশল পাল্টাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। টানা হরতালের পরিবর্তে এবার টানা অবরোধে দেশ অচলের পরিকল্পনা নিয়েছে তারা। 



দলীয় সূত্র বলছে, আগামী সোমবার নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। যদি তাই হয় তাহলে মঙ্গলবার থেকে টানা অবরোধ কর্মসূচি দেবে সরকার বিরোধী জোট। এক্ষেত্রে শুক্র ও শনিবারের মতো ছুটির দিনেও অবরোধ চালিয়ে যাবে তারা। 



তবে তফসিল ঘোষণার দিন থেকেও অবরোধ ঘোষণার পক্ষে মত দিয়েছেন নেতাদের কেউ কেউ।



সূত্রমতে, ‌নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন ঠেকানোর আন্দোলনে হরতালের চেয়ে অবরোধ বেশি কার্যকর বলে একটা দাবি দীর্ঘ দিন ধরেই জোটের পরিমণ্ডলে মাথাচাড়া দিচ্ছিলো। সম্প্রতি তা আরো জোরালো হয়ে উঠেছে।



এর পটভূমি হিসেবে গত ৯ ডিসেম্বরের আট ঘণ্টার অবরোধের চিত্র তুলে ধরছিলেন এ কর্মসূচির পক্ষে জোরালো মতের প্রবক্তারা।



তারা স্মরণ করিয়ে দিচ্ছিলেন, ওই আট ঘণ্টা মহাসড়ক কার্যত দেশ ছিলো অচল। উৎসবের মুডে কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। 



তারা মনে করেন, মহাজোট আমলের যেকোনো হরতালের চেয়ে ওই অবরোধ ছিলো কার্যকর। 



তাদের ভাবনা, টানা অবরোধ দিলে তা হরতালের চেয়েও কার্যকর হবে।



তাই আর হরতাল নয়, অবরোধের পক্ষেই অবস্থান নিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন জোটের অধিকাংশ নীতি নির্ধারক। 



তারা মনে করছেন, গত ৪ নভেম্বর থেকে শুরু করা টানা ৭২ ঘণ্টা এবং ১০ নভেম্বর থেকে শুরু করা টানা ৮৪ ঘণ্টা হরতালের চেয়ে তিন কি চার দিনের অবরোধ আরো অনেক বেশি কার্যকর ও ফলপ্রসু হবে। প্রয়োজনে এ অবরোধ অনির্দিষ্টকালও চালানো যেতে পারে।



সূত্রমতে, অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আসার সম্ভাবনায়ই কয়েকটা দিন কঠোর কর্মসূচি না দিয়ে সাংগঠনিক শক্তি সংহত করছেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এবার এ কর্মসূচিকে ‘অলআউট গেম’ হিসেবেই নিতে চান তারা।



তাই রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের উদ্দেশ্য ব্যর্থ হওয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনী মন্ত্রিসভা পুনর্গঠনের পরও রয়ে-সয়ে কর্মসূচি ঘোষণা করছে বিএনপি।



বাংলানিউজের সঙ্গে আলাপকালে ১৮ দলীয় জোটের বেশ কয়েকজন নেতাও বিষয়টি স্বীকার করেছেন।



তারা বলেছেন, দু’এক দিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের সিনিয়র নেতারা বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করবেন।  



তবে ঘোষণাটা এখনই না দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কর্মসূচি ঘোষণার পক্ষেই আছেন অধিকাংশ নেতা।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া