adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অপ্রিয়, তবে সত্যি – পেলের ছেলের ৩৩ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক : অর্থপাচার মামলায় ব্রাজিলিয়ান ফুটবলের বিস্ময় মানব পেলের ছেলে এডিনহোকে  ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও প্রমাণ হয়েছে বলে দণ্ডাদেশের রায়ে বলা হয়েছে।
স্থানীয় সময় শনিবার দেশটির সাও পাওলো অঙ্গরাজ্যের উপকূলীয় শহর প্রাইয়া গ্রান্ডের আদালতের বিচারক এডিনহোর বিরুদ্ধে এ আদেশ দেন। বাবা পেলের পুরাতন ক্লাব সান্তোসে গোলকিপার হিসেবে খেলে ১৯৯০ সালে অবসর নেন ৪৩ বছর বয়সী এডিনহো।
বর্তমানে তিনি ওই ক্লাবটিরই গোলকিপিং কোচের দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০০৫ সালে প্রথমবার মাদক পাচার ও ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাভোগ করেন এডিনহো।
তবে তিনি দাবি করেছেন, মাদকাসক্ত হলেও তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত নন।
এদণ্ডাদেশের ব্যাপারে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো এডসন চোলবি দ্য নাশ্চিমেন্তো বা এডিনহোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে তার আইনজীবী সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো বলছে, তিনি এ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে মনে করা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া